ইসলামের দাওয়াত দিতে বিভিন্ন তাবলীগ-জামায়াতে অংশ নিয়ে সম্প্রতি আলোচনায় আসেন ঢালিউডের আলোচিত নায়ক অনন্ত জলিল। অনুমতি না নেয়ায় প্রথমে বাধার সম্মুখীন হলেও পরে অনুমতি নিয়েই কার্যক্রম চালিয়ে গেছেন। আগামীকাল রবিবার ধানমন্ডি ঈদগাহ মসজিদে যাবেন অনন্ত। শনিবার ফেসবুক পেজে নিজের একটি ভিডিও পোস্ট করে তিনি এ তথ্য জানান।
ভিডিওতে তিনি বলেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আগামীকাল রবিবার দেখা হবে ধানমন্ডি ঈদগাহ মসজিদে। রোড : ৬/এ, (র্যাংগস এনাম প্লাজার অপর পাশে) , ধানমন্ডি, ঢাকা। আমার সাথে থাকবেন বিশিষ্ট আলেম-ওলামাগণ। ইসলাম সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন তা আপনাদের সাথে শেয়ার করাই আমার উদ্দেশ্য। ইনশাআল্লাহ আগামীকাল সকালে দেখা হবে। আমার স্ত্রী অসুস্থ। তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার নিকট আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন।
বিডি প্রতিদিন/৭ অক্টোবর, ২০১৭/ফারজানা
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        