২০/২১ দিন আগে অভিনেত্রী তনিমা হামিদ এর ফোন... গুগল বাংলাদেশ থেকে নাকি আমার ফোন নম্বর চাওয়া হয়েছে, তিনি নম্বর দেবার অনুমতি চাইছেন... আমি অবাক হলাম... আমাকে গুগল এর হঠাৎ কি প্রয়োজন পড়ল..! জবাবে তনিমা যা বললেন, আমি তো অভিভূত... তাড়াতাড়ি গুগলকে আমার সাথে যোগাযোগ করতে বললাম...
এরপর শুরু হলো আমার অপেক্ষার পালা... গুগল বাংলাদেশের কর্মকর্তারা আর ফোন করেন না... আমি অস্থির হয়ে গেলাম... ১৫ মিনিটকে ১৫ ঘন্টার মত মনে হল... আমার মনে হওয়া ১৬ তম ঘন্টা পর (আদতে মাত্র ১৬ মিনিট) গুগল বাংলাদেশের তরফ থেকে ফোন দিলেন Hashmi Rafsanjani...
জানালেন google.bd.com এবছর পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস ছাড়াও প্রথমবারের মত বাংলাদেশের একজন লেখককে নিয়ে doodle করবে... এবং এক্ষেত্রে তাঁদের একমাত্র পছন্দ হুমায়ূন আহমেদ... কিন্চিত অস্বস্তি নিয়ে তিনি জানতে চাইলেন এ বিষয়ে আমার কোনো আপত্তি আছে কিনা... আমি হেসেই ফেললাম... হুমায়ূনকে সম্মান জানানোতে আপত্তি..! তাও কি সম্ভব..!
তড়িঘড়ি করে অনুমতিপত্র আর অন্যান্য প্রয়োজনীয় কাগজে সই করে সুখবরটা সবাইকে দেবার জন্য যখন আমার মন আকুপাকু করছে, তখন শুনি মহা দু:সংবাদ... এই খবর নাকি ১৩ নভেম্বর প্রথম প্রহর মানে রাত ১২.০১ মিনিট এর আগে কাউকে জানানো যাবে না...
মন খারাপ করে ঘুরঘুর করি আমি... কাউকে না কাউকে তো বলতেই হবে খবরটা... দখিন হাওয়ার বারান্দায় বসে আমি আকাশের কালো মেঘগুলোকে জানাই... পাশের ছাদের রেলিংএ বসা কর্কশ স্বরে ‘কা কা’ করা কাকটাকে জানাই... আমার বারান্দায় রাখা অযত্নে ফোটা অর্কিডের ফুলটাকে জানাই, নিষাদ নিনিতের পোষা বিরক্ত মুখভঙ্গীর কচ্ছপ ভাতৃদ্বয় Humpty Dumpty কে জানাই...
আমি ফিসফিস করে আমার হুমায়ূনকে জানাই, আমি নিরব চিৎকারে পুরো বিশ্বকে জানাই— “আমাদের এক কিংবদন্তী ছিলেন... আমাদের এক কিংবদন্তী আছেন... আমাদের হুমায়ূনকে কেউ ভালোবেসে সম্মান দিলে আমরা তাঁকে মাথায় তুলে রাখি... আমাদের হুমায়ূনকে কেউ বিকৃত করলে আমরা তাকে ছুড়ে ফেলি... আমরা হুমায়ূনকে ভালোবাসি... বড্ড ভালোবাসি...”
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        