শাহারিয়ার নাজিম জয়... আমি অনেক দিন ধরে ভাবছিলাম তোমাকে নিয়ে কিছু লিখবো মানে লিখবো এই জন্য, তোমার প্রশংসা করবার জন্য...
আজকাল আমরা একে অন্যের কাজ দেখে প্রশংসা করতে ভুলে গেছি বরং তাকে কিভাবে পঁচানো যায় সেটা চিন্তা করি।
আসলে সবার ভাবা উচিৎ সবাইকে দিয়ে সব কাজ হয় না। যেমন তুমি এখন যে কাজটা করছো আমি করলে হয়তো আমি তেমন একটা ভালো করতাম না। এটা আমাকে মেনে নিতে হবে। তা না হলে তো আমি নিজেই সমস্যায় পড়বো।
তোমার 'সেন্স অফ হিউমার' প্রোগ্রামটা খুব ভালো হচ্ছে। আমার তেমন একটা টিভি দেখা হয় না কিন্তু তোমার এই শো'টা মিস করি না। আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব সবাই এবং দেশের বাইরে যারা থাকে তারাও প্রশংসা করছে।
তোমার অন্য প্রোগ্রামগুলোও খুব ভালো হচ্ছে। তুমি যখন কোন কাজ করো সেটা খুব সিরিয়াসলি করো। যেমন যখন অভিনয় করতে তখনও খুব ভালো অভিনয় করতে। এখন উপস্হাপনা করো সেটাও খুব ভালো করছো। তুমি লিখোও ভালো...
আসলে তোমার অনেক গুণ আছে। তোমার সহকর্মী হিসাবে আমি গর্বিত। শুধু আমি নই, সব শিল্পীরা তোমার পাশে আছে। তুমি শুধু সামনের দিকে এগিয়ে যাও ভাই। তোমার প্রোগ্রাম যেন আরও ভালো হয়।
(অভিনেত্রীর ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৭/ফারজানা
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        