এসব কি হচ্ছে এই শহরে? চার দিনের ব্যবধানে পর পর তিনটি ঘটনা। তাও আবার বিশ্ববিদ্যালয় এলাকায়, এমন কি লাইব্রেরির ভেতরে! বালতিতে ভরে ‘হাগু মুতো’ এনে মানুষের গায়ে ঢেলে দেয়ার মতো বিশ্রী ঘটনা মানুষ করে কিভাবে?
শেষ ঘটনাটা ঘটেছে কাল (সোমবার )রাতে ইউনিভার্সিটি অব টরন্টো এলাকায়। ইউনিভার্সিটি বিল্ডিং সংলগ্ন সাইড ওয়াক দিয়ে হেটে যাওয়া এক নারীর গায়ে ‘হাগু মুতো’ ঢেলে দিয়ে চম্পট দিয়েছে এক ব্যক্তি।
গত চারদিনে একই ধরনের আরো দুটি ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটি ঘটেছে ২২ নভেম্বর, ইউনিভার্সিটি অব টরন্টোর রবার্টস লাইব্রেরিতে। লাইব্রেরিতে অধ্যায়নরত একজনের গায়ে ‘হাগু মুতো’ ঢেলে দিয়েছে এক ব্যক্তি। দ্বিতীয় ঘটনাটা ঘটেছে ইয়র্ক ইউনিভার্সিটির স্কট লাইব্রেরিতে।
টরন্টো পুলিশ অবশ্য ঘটনার তদন্ত শুরু করেছে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ইমেজ সরবরাহ করেছে পুলিশের কাছে। পুলিশ আশা করছে দ্রুতই সন্দেহভাজনদের আইনের আওতায় আনতে পারবে।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/শফিক
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        