২৮ নভেম্বর, ২০১৯ ১৬:২৭

শহীদ মিনারে ইংরেজি গান বাজিয়ে 'ফ্ল্যাশ মব' ভাইরাল, সমালোচনা

অনলাইন ডেস্ক

শহীদ মিনারে ইংরেজি গান বাজিয়ে 'ফ্ল্যাশ মব' ভাইরাল, সমালোচনা

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংরেজি গানের তালে তালে কিছু তরুণীর নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা। তারা বলছে, এটি 'ফ্ল্যাশ মব'। যা নিয়ে তাদের আপত্তি নেই। কিন্তু সোশ্যাল সাইটে সমালোচনা হচ্ছে এই কারণে যে, এমনই একটি নাচের ভিডিও ধারণ কেন আমারদের সকলের শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা শহীদ মিনারে করতে হবে? সমালোচনা হচ্ছে শহীদ মিনারে এমন একটি অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া নিয়েও। ভিডিওটি নাকি গতকাল বুধবারই ধারণ করা হয়েছে।

একজন নেটিজেন লিখেছেন, এ দোষ বা অপরাধ আমাদের। আমরা পারিনি নতুন প্রজন্ম কে সঠিক ইতিহাস জানাতে ও দেশাত্মবোধে মানুষ করতে। এ আমাদের চরম ব্যার্থতা।

সৈয়দ নাজমুল হোসেন নামের আরেকজন লিখেছেন, আমি যতটুকু জানি, শহীদ মিনারে কিছু করতে হলে এই পবিত্র স্থাপনা রক্ষণাবেক্ষণে নিয়োজিত সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ অনুমোদন নিয়ে করতে হয়। তাই কর্তৃপক্ষের এ ধরনের উদাসীনতা অবশ্যই জোরালো জবাবদিহিতার দাবি রাখে।

বিডি-প্রতিদিন/মাহবুব

সর্বশেষ খবর