২৯ নভেম্বর, ২০১৯ ১০:২২

বিশ্বমান অর্জনে ঢাকাই বাংলা সিনেমাকে সত্যিই অনেকখানি এগিয়ে নিল : শিমুল খান

বিশ্বমান অর্জনে ঢাকাই বাংলা সিনেমাকে সত্যিই অনেকখানি এগিয়ে নিল : শিমুল খান

ন ডরাই ছবির দৃশ্য

পৃথিবীর কোনকিছুই পারফেক্ট নয়! তবে 'ন ডরাই' ছবিটা ঢাকাই বাংলা সিনেমাকে বিশ্বমান অর্জনের দিক দিয়ে সত্যিই অনেকখানি এগিয়ে নিয়ে গেলো।

বিশেষ করে পরিচালক তানিম রহমান অংশুর নির্মাণ, সুমন সরকারের 'মাথানষ্ট' চিত্রগ্রহণ, নায়িকা সুনেহরা-নায়ক শরিফুল রাজ-সায়েদ বাবু-সহ প্রতিটি শিল্পীর অভিনয় ছিলো মনোমুগ্ধকর।

স্টার সিনেপ্লেক্স এবং মাহবুব রহমান রুহেল সাহেবকে প্রাণঢালা অভিনন্দন এরকম একটি ভিন্নরকম সিনেমা প্রযোজনার সিদ্ধান্ত নেয়ার জন্য।

বিঃ দ্রঃ সচরাচর সস্তা বাণিজ্যিক সিনেমার দর্শকগণ দয়া করে এই সিনেমা দেখে অযৌক্তিক ফালতু সমালোচনা করে ফেসবুকের টাইমলাইন দুর্গন্ধে ভরিয়ে দেবেন না প্লিজ। কাজেই যারা শুধু ব্যতিক্রমধর্মী গল্প ও নির্মাণে রুচিশীল ঢাকাই বাংলা সিনেমা দেখতে পছন্দ করেন শুধু তারাই এই ছবিটি দেখবেন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: চলচ্চিত্র অভিনেতা

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর