করোনায় মানুষের মৃত্যুর হার এখন সর্বোচ্চ, এই সময়ে দরকার আমাদের প্রত্যেকের সর্বোচ্চ সচেতনতা! অথচ এই সময় আমরা সবচেয়ে বেশি অসচেতন থাকছি!
ব্যক্তি নিজের ভাল বুঝতে না চাইলে কোন যাদুবলে তাকে তার ভাল বুঝানো যাবে সেটিই বুঝার উপায় নাই!
নিউজফিডে কত অজানা, অচেনা মানুষের করুণ মৃত্যুর খবর পড়ছি। বয়সও দেখছে না এবারের ভয়াবহ ভ্যারিয়েন্ট!
সাবধান হওয়ার সময় অনেকটাই গত হয়েছে, দয়া করে সরকার নির্দেশিত এই ১৪ দিনের লকডাউন মেনে চলুন। অযথা ঘুরাঘুরি করেন না, নিজের কথা না ভাবলেও নিজ পরিবারের কথা ভাবুন!
প্রয়োজনে বের হতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলুন। না হলে আজ অজানা, অচেনা লোকজন মৃত্যুর কোলে ঢলে পড়ছে, পরে আপনার পরিবারে সেই করুণ ছায়া হানা দিতে সময় নেবে না।
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক : এডিসি, মিডিয়া অ্যান্ড পিআর।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন