২৬ জুলাই, ২০২১ ১৩:১৫

‘বাণিজ্য আর মুনাফা মানুষকে কতটা অন্ধ করে দিলে এতটা নিচে নামা সম্ভব’

মাসুদ হাসান উজ্জ্বল

‘বাণিজ্য আর মুনাফা মানুষকে কতটা অন্ধ করে দিলে এতটা নিচে নামা সম্ভব’

আমি অত্যন্ত সচেতনভাবে ফেসবুকে যেকোনো বিষয়ে প্রতিক্রিয়া জানানো বাদ দিয়েছি ।

কিন্তু “ঘটনা সত্য” শিরোনাম এর নাটক সংশ্লিষ্ট লোকজন কেবল ক্ষমা চেয়ে পার পেয়ে গেল দেখে হতাশ, বিক্ষুব্ধ দুটোই হলাম!

একজন নির্মাতা হিসেবে আমার জন্য সহজতর পথ ছিল এই বিষয়ে নিরব থাকা ! সকলেই সহকর্মী তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা দৃষ্টিকটু লাগে । 
কিন্তু এত Less sensitive এবং irresponsible মানুষদেরকে শিল্পী বা সহকর্মী কোনটাই মানার ইচ্ছা আমার নাই !

বাণিজ্য আর মুনাফা মানুষকে কতটা অন্ধ করে দিলে এতটা নিচে নামা সম্ভব ! ন্যূনতম গভীর ভাবনা ছাড়া একটা কিছু লিখে দিলেই হলো ! আর কোনো চিত্রনাট্যে অভিনয় করছি , সেটার বক্তব্য কি, সেটা সামান্য মাথায় না নিয়ে অভিনয় করে গেলেই হলো!

যেখানে গোটা বিশ্ব Struggle করছে Special child এবং তাদের বাবা-মা কে একটা স্বাভাবিক জীবন নিশ্চিত করতে, সেখানে এমন ভয়ানক বক্তব্যের একটা নাটক কোনভাবেই ক্ষমার যোগ্য নয়।

 

লেখক : নির্মাতা

 

(ফেসবুক থেকে সংগৃহীত)

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর