“আমি তোমাকেই বুকে ধরে রাখবো
তুমি আমার আমি তোমার...
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।”
“ওপারের ডাক যদি আসে,
শেষ খেয়া হয় পাড়ি দিতে,
মরণ তোমার কোনদিনও পারবে না কভু কেড়ে নিতে”
এটি প্রচণ্ড জনপ্রিয় রোমান্টিক বাংলা গানের অন্তরা, এক কথায় বাংলা সঙ্গীতের মাইলস্টোন। রোমান্টিক জগতে গানটি যেমন অমর, তেমনই অমর “লাভার্স অব ভালদারো” নামের এক জোড়া নরনারীর কঙ্কাল, ঠিক যেন ওদেরই অমরত্ব দিতে গানটি লেখা হয়েছে…
মরণের পরেও ছয় হাজার বছর ধরে একসাথে রয়েছে ওরা, ঠিক একে অপরের মুখোমুখি দু'টো কংকাল, দু-হাত, বাহু এবং দুই পা দিয়ে একে অন্যকে পেঁচিয়ে ধরে রেখেছে। আলিঙ্গন করে ধরে রেখেছে একে-অপরকে এই যুগল। উভয়েরই বয়স কুড়ি ছুঁই ছুঁই। ওদের মরণও হয়েছে জড়িয়ে ধরে। রক্ত মাংস শরীর মিশে গেছে মাটিতে, পড়ে রয়েছে হাড়, তাও মিলে মিশে..
২০০৭ সালে প্রত্নতাত্ত্বিক খননের সময়ে উত্তর ইতালির মানতুয়া (Mantua) শহরের ভালডারো (Valdaro) গ্রাম থেকে কংকাল দু'টো উদ্ধার হয়। প্রত্নতাতাত্ত্বিক গবেষণায় জানা গেছে, কংকাল দুটো “নিওলিথিক” যুগের নর ও নারীর, বয়স ১৮-২০ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চির মতো, সম্ভবত ৫০০০-৪০০০ খ্রিস্ট-পূর্বাব্দের অর্থাৎ ৬০০০ বছরের পুরনো। হয়তো ওরা একসাথে মরণকে বরণ করেছিলো নয়তো এভাবেই সমাধিস্থ হয়েছিল কিংবা মাটির তলায় একসাথে চাপা পড়ে মৃত্যু হয়েছিলো। মরণ যেভাবেই হোক আজও ওরা একসাথে, গত ৬০০০ বছরে পৃথিবীর উপর অনেক দুর্যোগ বয়ে গেছে কিন্তু কোন কিছুই ওদের আলাদা করেনি…
প্রকৃতির মতোই কর্তৃপক্ষ মান রেখেছে ওদের, এ জুটির নতুন ঠিকানা ইতালির মান্তুয়া ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়াম, ১১ এপ্রিল ২০১৪ থেকে। বলা বাহুল্য, অবিচ্ছিন্ন অবস্থায়ই রেখে দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা পরিচিত হয়েছে “Lovers of Valdaro” নামে। জানা মতে, এ যাবৎ এটাই সবচেয়ে দীর্ঘ সময়ের অবিচ্ছিন্ন জুটি। ওদের অন্তিম আলিঙ্গন (Eternal hug) ইতিমধ্যে ৬০০০ বছর পার করেছে, এবার হয়তো মানব সভ্যতারও অবিচ্ছিন্ন সাথি হয়ে রবে…
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক : নিরস্ত্র পুলিশ পরিদর্শক, ক্রাইম অ্যানালাইসিস শাখা
রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        