ছবিটি দেখে অভিভূত! পরিচালকের প্রতি একজন শীর্ষ জনপ্রিয় অভিনেতার আস্থা ও শ্রদ্ধাবোধের প্রকাশ কতটুকু গভীর ও সুন্দর হতে পারে তা এই ছবিটিই বলছে। 'গলুই' নামের চলচ্চিত্রের শুটিং স্পটের এই ছবিটি দেখে মনে হলো এসব ছবি 'ঘটনা' 'বিশেষ খবর' বা 'ভাইরাল' হয় না। আমরা এমন কিছুই ভাইরাল করি যা আমাদের ভাবমূর্তি নষ্ট করে। অথচ সুন্দর ইঙ্গিতপূর্ণ কিছু, যা ভালো কোন উন্নত ধারা তৈরি করতে পারে তাকে উপলব্ধি করি না!
'গলুই ' চলচ্চিত্রটি যে মমতা আর ভালোবাসা নিয়ে নির্মিত হচ্ছে তার সাক্ষ্যও এই অসাধারণ ছবিটি। শাকিব খান দীর্ঘ সময় চলচ্চিত্রের একক অধিপতি (নায়ক) হয়েই বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করছেন এটা স্বীকার করতেই হয়। দর্শকের ভালোবাসা তাঁকে চলচ্চিত্রে অপরিহার্য করে দীর্ঘকাল শীর্ষ অবস্থানেই রেখেছে। অনেক নায়িকার সাথে সহশিল্পী হিসেবে এই নায়ক সমান জনপ্রিয়তা নিয়ে চলচ্চিত্রাঙ্গনে এক বিস্ময় সৃষ্টি করে চলেছেন। শাবনূর থেকে পূজা চেরি! জয়তু শাকিব খান!
শুভকামনা গুণী মেধাবী পরিশ্রমী পরিচালক এস এ হক অলিক। ' গলুই 'দেখবার প্রত্যাশায় থাকলাম। অভিবাদন পরিচালক এস এ হক অলিক- শাকিব খানের যুগল অর্থবহ চমৎকার এই ছবিটির জন্য।
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক : নাট্যব্যক্তিত্ব।
বিডি-প্রতিদিন/শফিক
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        