এ বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশে ৭ হাজার ৭৯১টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই আত্মহত্যাগুলো পুলিশ নথিভুক্ত করেছে। পুলিশকে জানানো হয়নি এরকম নিশ্চয়ই আরও আত্মহত্যার ঘটনা ঘটেছে। মোট ৭ হাজার ৭৯১টি আত্মহত্যার মধ্যে শতকরা ৬০ ভাগ আত্মহত্যাই গলায় ফাঁস লাগিয়ে।
বিষপান করে আত্মহত্যা করেছে শতকরা ২৬ জন। আত্মহত্যা যারা করেছে, তাদের বেশির ভাগই অল্পবয়সী। অতি তুচ্ছ ঘটনায় আত্মহত্যা করেছে। মোবাইল ফোন কেন কিনে দেওয়া হলো না, ফোন বন্ধ করতে কেন বললো, কেন গালি দিলো।
মানসিক রোগ বিশেষজ্ঞের সংখ্যা বাড়াতে হবে। শারীরিক রোগ বিশেষজ্ঞদের যেমন দেশের সর্বত্র, সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে, পোস্টিং দেওয়া হয়। মানসিক রোগ বিশেষজ্ঞদেরও ঠিক তাই করা উচিত।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        