৬ ডিসেম্বর, ২০২১ ১৯:৩৩

এই স্ট্যাটাস নিয়েও অনেকে অনেক কিছু বলবে

জাহারা মিতু

এই স্ট্যাটাস নিয়েও অনেকে অনেক কিছু বলবে

বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু

সবাই যে বাপ্পী চৌধুরীকে চেনে আমিও ঠিক তাকেই চিনতাম। এরপর “যন্ত্রণা” শুরু হলো। এক অন্য বাপ্পীকে আবিষ্কার করলাম, যাকে এ দেশের মানুষ দেখেনি, বোঝেনি, জানেনি।

“জয়-বাংলা” করতে গিয়ে সম্পর্কটা আপনি থেকে তুমি তারপর ঝগড়া-ঝাটিতে তুইতে গড়ালো। একটা মানুষ; সত্যিকারের মানুষকে নিয়ে কতো ভ্রান্ত ধারণা আমাদের মাঝে। দূর থেকে শুনে এই আমিও ভাবতাম যা রটে তার কিছুটাতো বটে। তবে এতোদিন চলে যাওয়ার পর নিজের বিচার বিবেচনা খাটালে একটা ভালো মানুষ ছাড়া আর কিছুই খুঁজে পাই না তোর মাঝে। তোর এই জন্মদিন হয়তো অনেক বেশী স্পেশাল অনেকের জন্য, তবে তুই নিজেই স্পেশাল আমার জন্য। এই আমি সবার কেয়ার নিতে নিতে যখন নিজের কেয়ার নিতে ভুলে গিয়েছিলাম তখন তুই এলি আমার কেয়ার নেয়ার জন্য।

সত্যি বলছি যার তোর মতন বন্ধু আছে তার পৃথিবীতে মন খারাপ করে থাকার উপায় নেই। এই স্ট্যাটাস নিয়েও অনেকে অনেক কিছু বলবে, তাদের জন্য একটাই কথা বন্ধুত্বের সংজ্ঞা আপনাদের হয়তো জানা নেই। আমার কাছে বন্ধুত্ব লুকিয়ে রাখার বিষয় নয়।

শুভ জন্মদিন বন্ধু। অনেক ভালোবাসা তোর জন্য। আর তোর সব গোপন কথা সুরক্ষিত আমার কাছে। মন খুলে বাঁচতে থাক।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর