বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, সন্ত্রাস ও জঙ্গি দমনে জাতীয় ঐক্য হলে সরকারের ক্ষমতা হারানোর ভয় রয়েছে। এ বিপাকে সরকার। তাই তারা জাতীয় ঐক্যে এগিয়ে আসছে না। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিলের আয়োজন করে ‘ভয়েজ অব ডেমোক্রেসি’। সংগঠনের নেতা অ্যাডভোকেট জিল্লুর রহমান রিন্টুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন প্রমুখ। হান্নান শাহ বলেন, ভোট-ডাকাতি করে উনারা ক্ষমতায় এসেছেন। ডাকাতি করা তো সন্ত্রাসী কর্মকাণ্ড? তাদের দ্বারা এই সন্ত্রাস নির্মূল করা যাবে বলে আমি বিশ্বাস করি না। যদি বেগম জিয়া সফল হন, ঐক্য প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এই সরকার ব্যর্থ সরকার। সরকার কিছু করতে জানে না, বরং বিরোধী দল জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। হান্নান শাহ বলেন, উগ্রবাদ-জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হোক তা এ সরকার চায় না। খালেদা জিয়া জাতীয় ঐক্য ডাকায় সরকার বিপাকে পড়েছে। যদি বেগম জিয়া সফল হয় ঐক্য প্রতিষ্ঠিত হয়, তাহলে তো এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। নিশ্চয়ই আমরা চাইব গণতন্ত্র পুনরুদ্ধার করা হোক। যে গণতান্ত্রিক সরকার জনগণের নিরাপত্তা দেবে এবং দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, সন্ত্রাসের মাধ্যমে নয়।
শিরোনাম
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
ক্ষমতা হারানোর ভয়ে ঐক্য হচ্ছে না
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর