বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, সন্ত্রাস ও জঙ্গি দমনে জাতীয় ঐক্য হলে সরকারের ক্ষমতা হারানোর ভয় রয়েছে। এ বিপাকে সরকার। তাই তারা জাতীয় ঐক্যে এগিয়ে আসছে না। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিলের আয়োজন করে ‘ভয়েজ অব ডেমোক্রেসি’। সংগঠনের নেতা অ্যাডভোকেট জিল্লুর রহমান রিন্টুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন প্রমুখ। হান্নান শাহ বলেন, ভোট-ডাকাতি করে উনারা ক্ষমতায় এসেছেন। ডাকাতি করা তো সন্ত্রাসী কর্মকাণ্ড? তাদের দ্বারা এই সন্ত্রাস নির্মূল করা যাবে বলে আমি বিশ্বাস করি না। যদি বেগম জিয়া সফল হন, ঐক্য প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এই সরকার ব্যর্থ সরকার। সরকার কিছু করতে জানে না, বরং বিরোধী দল জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। হান্নান শাহ বলেন, উগ্রবাদ-জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হোক তা এ সরকার চায় না। খালেদা জিয়া জাতীয় ঐক্য ডাকায় সরকার বিপাকে পড়েছে। যদি বেগম জিয়া সফল হয় ঐক্য প্রতিষ্ঠিত হয়, তাহলে তো এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। নিশ্চয়ই আমরা চাইব গণতন্ত্র পুনরুদ্ধার করা হোক। যে গণতান্ত্রিক সরকার জনগণের নিরাপত্তা দেবে এবং দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, সন্ত্রাসের মাধ্যমে নয়।
শিরোনাম
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা