বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, সন্ত্রাস ও জঙ্গি দমনে জাতীয় ঐক্য হলে সরকারের ক্ষমতা হারানোর ভয় রয়েছে। এ বিপাকে সরকার। তাই তারা জাতীয় ঐক্যে এগিয়ে আসছে না। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় ঐক্য ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিলের আয়োজন করে ‘ভয়েজ অব ডেমোক্রেসি’। সংগঠনের নেতা অ্যাডভোকেট জিল্লুর রহমান রিন্টুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন প্রমুখ। হান্নান শাহ বলেন, ভোট-ডাকাতি করে উনারা ক্ষমতায় এসেছেন। ডাকাতি করা তো সন্ত্রাসী কর্মকাণ্ড? তাদের দ্বারা এই সন্ত্রাস নির্মূল করা যাবে বলে আমি বিশ্বাস করি না। যদি বেগম জিয়া সফল হন, ঐক্য প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এই সরকার ব্যর্থ সরকার। সরকার কিছু করতে জানে না, বরং বিরোধী দল জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। হান্নান শাহ বলেন, উগ্রবাদ-জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হোক তা এ সরকার চায় না। খালেদা জিয়া জাতীয় ঐক্য ডাকায় সরকার বিপাকে পড়েছে। যদি বেগম জিয়া সফল হয় ঐক্য প্রতিষ্ঠিত হয়, তাহলে তো এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। নিশ্চয়ই আমরা চাইব গণতন্ত্র পুনরুদ্ধার করা হোক। যে গণতান্ত্রিক সরকার জনগণের নিরাপত্তা দেবে এবং দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, সন্ত্রাসের মাধ্যমে নয়।
শিরোনাম
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি