মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ার এবং ডেমোক্র্যাটিক ককাসের চেয়ারম্যান কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি বলেছেন, ‘ট্রাম্প দুনিয়ায় সবকিছু উলোটপালোট হওয়ার উপক্রম হয়েছে। কোথাও স্বস্তি নেই। সর্বশেষ ৬ মুসলিম রাষ্ট্রের ব্যাপারে যে নির্দেশ জারি হয়েছে, সেটিও যুক্তরাষ্ট্রের নীতি-নৈতিকতার সঙ্গে মানায় না। এভাবেই এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির উদ্ভব হয়েছে। আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রকে এক ঘরে করার মতো কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে।’ সোমবার কুইন্সে কংগ্রেসম্যানের ডিস্ট্রিক্ট অফিসে বাংলাদেশি-আমেরিকানদের একটি প্রতিনিধিদলের কাছে তিনি এ কথা বলেন। খবর এনআরবির। প্রতিনিধি দলটি কংগ্রেসম্যানের কাছে রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইতে গিয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ড ও পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে সৃষ্ট টালমাটাল অবস্থায় বিশেষ কোনো ইস্যুতে কেউই মনোযোগী হতে পারছেন না বলে উল্লেখ করেন ক্রাউলি। তিনি বলেন, ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা তহবিল কমানো হয়েছে ৪০ শতাংশ। এর ফলে বাংলাদেশ এত দিন যে সহায়তা পেয়েছে তাও হ্রাস পাবে। তাই আগের মতো কোনো কিছুই অব্যাহত রাখা সম্ভব হবে বলে কেউই মনে করছেন না। ক্রাউলি বলেন, ‘ওয়াশিংটন ডিসিতে গিয়ে সহকর্মীদের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলব। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার দাবি রাখে।’ প্রতিনিধি দলের পক্ষ থেকে ক্রাউলিকে অবহিত করা হয় যে, মিয়ানমারের সামরিক জান্তার বর্বরোচিত আচরণে রোহিঙ্গারা অতিষ্ঠ। প্রাণ বাঁচাতে তারা নিকট প্রতিবেশী বাংলাদেশে ঢুকে পড়েছেন। কিন্তু বাংলাদেশের তো সে সামর্থ্য নেই এতগুলো রোহিঙ্গার থাকা-খাওয়ার ব্যবস্থা নেওয়ার। এ অবস্থায় রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফিরে নিরাপদে জীবন যাপন করতে পারেন, সে উদ্যোগ গ্রহণ করতে যুক্তরাষ্ট্রের বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। প্রতিনিধি দলে ছিলেন ডেমোক্র্যাট মোহাম্মদ আমিনুল্লাহ্্, কমিউনিটি লিডার ডা. মোহাম্মদ বিল্লাহ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ হাসানুজ্জামান হাসান ও মুশফিক শ্যাম বিল্লাহ।
শিরোনাম
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া