মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ার এবং ডেমোক্র্যাটিক ককাসের চেয়ারম্যান কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি বলেছেন, ‘ট্রাম্প দুনিয়ায় সবকিছু উলোটপালোট হওয়ার উপক্রম হয়েছে। কোথাও স্বস্তি নেই। সর্বশেষ ৬ মুসলিম রাষ্ট্রের ব্যাপারে যে নির্দেশ জারি হয়েছে, সেটিও যুক্তরাষ্ট্রের নীতি-নৈতিকতার সঙ্গে মানায় না। এভাবেই এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির উদ্ভব হয়েছে। আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রকে এক ঘরে করার মতো কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে।’ সোমবার কুইন্সে কংগ্রেসম্যানের ডিস্ট্রিক্ট অফিসে বাংলাদেশি-আমেরিকানদের একটি প্রতিনিধিদলের কাছে তিনি এ কথা বলেন। খবর এনআরবির। প্রতিনিধি দলটি কংগ্রেসম্যানের কাছে রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইতে গিয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ড ও পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে সৃষ্ট টালমাটাল অবস্থায় বিশেষ কোনো ইস্যুতে কেউই মনোযোগী হতে পারছেন না বলে উল্লেখ করেন ক্রাউলি। তিনি বলেন, ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা তহবিল কমানো হয়েছে ৪০ শতাংশ। এর ফলে বাংলাদেশ এত দিন যে সহায়তা পেয়েছে তাও হ্রাস পাবে। তাই আগের মতো কোনো কিছুই অব্যাহত রাখা সম্ভব হবে বলে কেউই মনে করছেন না। ক্রাউলি বলেন, ‘ওয়াশিংটন ডিসিতে গিয়ে সহকর্মীদের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলব। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার দাবি রাখে।’ প্রতিনিধি দলের পক্ষ থেকে ক্রাউলিকে অবহিত করা হয় যে, মিয়ানমারের সামরিক জান্তার বর্বরোচিত আচরণে রোহিঙ্গারা অতিষ্ঠ। প্রাণ বাঁচাতে তারা নিকট প্রতিবেশী বাংলাদেশে ঢুকে পড়েছেন। কিন্তু বাংলাদেশের তো সে সামর্থ্য নেই এতগুলো রোহিঙ্গার থাকা-খাওয়ার ব্যবস্থা নেওয়ার। এ অবস্থায় রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফিরে নিরাপদে জীবন যাপন করতে পারেন, সে উদ্যোগ গ্রহণ করতে যুক্তরাষ্ট্রের বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। প্রতিনিধি দলে ছিলেন ডেমোক্র্যাট মোহাম্মদ আমিনুল্লাহ্্, কমিউনিটি লিডার ডা. মোহাম্মদ বিল্লাহ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ হাসানুজ্জামান হাসান ও মুশফিক শ্যাম বিল্লাহ।
শিরোনাম
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
দুনিয়া টালমাটাল ট্রাম্পের কারণে
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর