মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ার এবং ডেমোক্র্যাটিক ককাসের চেয়ারম্যান কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি বলেছেন, ‘ট্রাম্প দুনিয়ায় সবকিছু উলোটপালোট হওয়ার উপক্রম হয়েছে। কোথাও স্বস্তি নেই। সর্বশেষ ৬ মুসলিম রাষ্ট্রের ব্যাপারে যে নির্দেশ জারি হয়েছে, সেটিও যুক্তরাষ্ট্রের নীতি-নৈতিকতার সঙ্গে মানায় না। এভাবেই এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির উদ্ভব হয়েছে। আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রকে এক ঘরে করার মতো কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে।’ সোমবার কুইন্সে কংগ্রেসম্যানের ডিস্ট্রিক্ট অফিসে বাংলাদেশি-আমেরিকানদের একটি প্রতিনিধিদলের কাছে তিনি এ কথা বলেন। খবর এনআরবির। প্রতিনিধি দলটি কংগ্রেসম্যানের কাছে রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইতে গিয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ড ও পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে সৃষ্ট টালমাটাল অবস্থায় বিশেষ কোনো ইস্যুতে কেউই মনোযোগী হতে পারছেন না বলে উল্লেখ করেন ক্রাউলি। তিনি বলেন, ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা তহবিল কমানো হয়েছে ৪০ শতাংশ। এর ফলে বাংলাদেশ এত দিন যে সহায়তা পেয়েছে তাও হ্রাস পাবে। তাই আগের মতো কোনো কিছুই অব্যাহত রাখা সম্ভব হবে বলে কেউই মনে করছেন না। ক্রাউলি বলেন, ‘ওয়াশিংটন ডিসিতে গিয়ে সহকর্মীদের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলব। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার দাবি রাখে।’ প্রতিনিধি দলের পক্ষ থেকে ক্রাউলিকে অবহিত করা হয় যে, মিয়ানমারের সামরিক জান্তার বর্বরোচিত আচরণে রোহিঙ্গারা অতিষ্ঠ। প্রাণ বাঁচাতে তারা নিকট প্রতিবেশী বাংলাদেশে ঢুকে পড়েছেন। কিন্তু বাংলাদেশের তো সে সামর্থ্য নেই এতগুলো রোহিঙ্গার থাকা-খাওয়ার ব্যবস্থা নেওয়ার। এ অবস্থায় রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফিরে নিরাপদে জীবন যাপন করতে পারেন, সে উদ্যোগ গ্রহণ করতে যুক্তরাষ্ট্রের বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। প্রতিনিধি দলে ছিলেন ডেমোক্র্যাট মোহাম্মদ আমিনুল্লাহ্্, কমিউনিটি লিডার ডা. মোহাম্মদ বিল্লাহ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ হাসানুজ্জামান হাসান ও মুশফিক শ্যাম বিল্লাহ।
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ