মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ার এবং ডেমোক্র্যাটিক ককাসের চেয়ারম্যান কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি বলেছেন, ‘ট্রাম্প দুনিয়ায় সবকিছু উলোটপালোট হওয়ার উপক্রম হয়েছে। কোথাও স্বস্তি নেই। সর্বশেষ ৬ মুসলিম রাষ্ট্রের ব্যাপারে যে নির্দেশ জারি হয়েছে, সেটিও যুক্তরাষ্ট্রের নীতি-নৈতিকতার সঙ্গে মানায় না। এভাবেই এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির উদ্ভব হয়েছে। আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রকে এক ঘরে করার মতো কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে।’ সোমবার কুইন্সে কংগ্রেসম্যানের ডিস্ট্রিক্ট অফিসে বাংলাদেশি-আমেরিকানদের একটি প্রতিনিধিদলের কাছে তিনি এ কথা বলেন। খবর এনআরবির। প্রতিনিধি দলটি কংগ্রেসম্যানের কাছে রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইতে গিয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ড ও পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে সৃষ্ট টালমাটাল অবস্থায় বিশেষ কোনো ইস্যুতে কেউই মনোযোগী হতে পারছেন না বলে উল্লেখ করেন ক্রাউলি। তিনি বলেন, ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা তহবিল কমানো হয়েছে ৪০ শতাংশ। এর ফলে বাংলাদেশ এত দিন যে সহায়তা পেয়েছে তাও হ্রাস পাবে। তাই আগের মতো কোনো কিছুই অব্যাহত রাখা সম্ভব হবে বলে কেউই মনে করছেন না। ক্রাউলি বলেন, ‘ওয়াশিংটন ডিসিতে গিয়ে সহকর্মীদের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলব। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার দাবি রাখে।’ প্রতিনিধি দলের পক্ষ থেকে ক্রাউলিকে অবহিত করা হয় যে, মিয়ানমারের সামরিক জান্তার বর্বরোচিত আচরণে রোহিঙ্গারা অতিষ্ঠ। প্রাণ বাঁচাতে তারা নিকট প্রতিবেশী বাংলাদেশে ঢুকে পড়েছেন। কিন্তু বাংলাদেশের তো সে সামর্থ্য নেই এতগুলো রোহিঙ্গার থাকা-খাওয়ার ব্যবস্থা নেওয়ার। এ অবস্থায় রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফিরে নিরাপদে জীবন যাপন করতে পারেন, সে উদ্যোগ গ্রহণ করতে যুক্তরাষ্ট্রের বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। প্রতিনিধি দলে ছিলেন ডেমোক্র্যাট মোহাম্মদ আমিনুল্লাহ্্, কমিউনিটি লিডার ডা. মোহাম্মদ বিল্লাহ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ হাসানুজ্জামান হাসান ও মুশফিক শ্যাম বিল্লাহ।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল