হাতে ১০ উইকেট ছিল। গলের পিচও ছিল ব্যাটিংবান্ধব। তারপরও পারলেন না মুশফিকরা। ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ২৫৯ রানের বড় ব্যবধানে হেরে গেল। আবারও শেষ দিনে স্বপ্নভঙ্গ হয়ে গেল। সর্বশেষ কয়েকটি ম্যাচেই শেষ দিনের ব্যর্থতায় হারতে হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে ড্র করার খুব ভালো সুযোগ ছিল। কিন্তু শেষ দিনে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ভারতের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টেও ড্র করার সুযোগ ছিল। কিন্তু সেই শেষ দিনের ধাক্কায় হারতে হয়। তবে গল টেস্টে রুখে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন মুশফিকরা। চতুর্থ দিন শেষে দুই ওপেনার বিনা উইকেটে ৬৭ রান করায় স্বপ্ন দেখছিলেন দেশবাসী। কিন্তু পঞ্চম দিনে যেন আবার সেই ‘ভাঙা রেকর্ড’-ই বাজল। প্রথম ঘণ্টার মধ্যেই ৫ উইকেট হারিয়ে সব শেষ হয়ে যায়। মাত্র ৩৭ রানের মধ্যে সৌম্য সরকার, মুমিনুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদকে হারায় বাংলাদেশ। মুশফিকুর রহিম ষষ্ঠ উইকেটে লিটন কুমার দাসকে নিয়ে ৫৪ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ে তুললেও তা ম্যাচ বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। টি-ব্রেকের আগেই ১৯৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শততম টেস্টের আগে এমন পরাজয় যেন বাংলাদেশকে বিপর্যস্ত করে দিল। ম্যাচ শেষে মুশফিক বলেন, ‘উইকেট যত ভালোই থাক, আর যত ভালো ব্যাটসম্যানই হোক না কেন, যদি মানসিকভাবে ঠিক না থাকা যায় কিংবা মনোসংযোগ ঠিক না থাকে তাহলে একটি বলই আউট হওয়ার জন্য যথেষ্ট। সবার প্রতি সম্মান রেখেই বলছি, আমরা তাদের (শ্রীলঙ্কা) চেয়ে অনেক পেছনে পড়েছিলাম। যেখানে লঙ্কানরা সহজেই ব্যাটিং করল সেখানে আমরা পারলাম না। উপুল থারাঙ্গা তো এই দ্বিতীয় ইনিংসেই সেঞ্চুরি করেছেন। কিন্তু তাকে তো কোনো সমস্যায় পড়তে হয়নি? একজন অধিনায়ক হিসেবে এটা আমার জন্য খুবই হতাশার।’ মুশফিক বলেন, ‘সৌম্য ও তামিমের লড়াই দেখে আগের রাতে আমরা আত্মবিশ্বাসী হয়েছিলাম। আমি সবাইকে বলেছিলাম, প্রথম এক ঘণ্টা কঠিন হবে। যদি আমরা ভালোভাবে পারি, ম্যাচে এগিয়ে থাকব আমরাই। কিন্তু পারিনি।’ এমন লজ্জার হারের পরও শততম টেস্ট নিয়ে স্বপ্ন দেখছেন মুশফিক। স্বপ্ন দেখাচ্ছেন মি. ডিপেন্ডেবল! কলম্বোতে নতুন পরিকল্পনা নিয়ে নতুন উদ্দীপনায় লড়াই করবে বাংলাদেশ।
শিরোনাম
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা
- অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন
- রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- ভালুকায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
- চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
- যে কারণে কমেডিয়ান রোজির নাগরিকত্ব কেড়ে নিতে চান ট্রাম্প
- বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
- শাহীন ডাকাত বাহিনীর ক্যাশিয়ার ইকবালসহ গ্রেফতার ২
- মিটফোর্ডে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
- সারা দেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি
- এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা
- সাবেক এমপি নদভীর পিএস গ্রেফতার
- অস্ট্রেলিয়াকে অল্পেই গুঁড়িয়ে দিয়ে স্বস্তিতে নেই উইন্ডিজও
- ঝিনাইদহে ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে অপহরণ, আটক ৪
- এ সপ্তাহে বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন : আলী রীয়াজ
- ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার যেকোনও কাজের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের
- ত্বকের ক্ষতি করতে পারে যেসব খাবার
- দেখার কেউ নেই শাবির অর্ধকোটি টাকার টেনিস কোর্ট
- পরকীয়া সন্দেহে স্ত্রীর গায়ে ছুরি, হাসপাতালে অভিনেত্রী
ব্যাটিং ধসে বাঁচানো গেল না টেস্ট
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর