রবিবার, ২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দণ্ডিতের মুক্তির সঙ্গে শপথের সম্পর্ক নেই

নিজস্ব প্রতিবেদক

দণ্ডিতের মুক্তির সঙ্গে শপথের সম্পর্ক নেই

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দণ্ডিত ব্যক্তির জামিন বা মুক্তির সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথের সম্পর্ক থাকতে পারে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয় এবং দলটি থেকে যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন তাদের সংসদে যাওয়া, না যাওয়ার সম্পর্ক নিয়ে আলোচনা কাম্য নয়। গতকাল সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে দলের সম্পাদকম লীর সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, খালেদা জিয়া আদালতের রায়ে দন্ডপ্রাপ্ত আসামি, আদালত তাকে দ  দিয়েছে। তিনি দন্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে কারাগারে আছেন। দেশের আইন অনুযায়ী একজন দন্ডপ্রাপ্ত কয়েদির মুক্তির বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। দ্বিতীয় আরেক পন্থা আছে, সেটা হলো কোনো দ প্রাপ্ত আসামি তার অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি ক্ষমা করলে তিনি মুক্তি পেতে পারেন।

সর্বশেষ খবর