আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কয়েক মাস পর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতার দাপট দেখিয়ে শেখ হাসিনা নির্বাচনে জিততে চান না। আমরা জনগণকে খুশি করে তাদের রায় নিয়ে নির্বাচিত হতে চাই। কেউ যদি ভাবেন ক্ষমতায় আছি, আমি তো জিতেই যাব। আমি বলব, আপনি বোকার স্বর্গে বাস করছেন।’ গতকাল বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সামনে ২১ আগস্ট। ষড়যন্ত্রের বিরুদ্ধে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার কোনো বিকল্প নেই। আমরা যত ঐক্যবদ্ধ হব, নেত্রীর হাত তত শক্তিশালী হবে। তিনি বলেন, এখনো বাতাসে চক্রান্তের গন্ধ আছে। আমরা জানি, তাদের প্রথম টার্গেট এখনো বঙ্গবন্ধুকন্যা। যিনি দেশে-বিদেশে সমাদৃত, প্রশংসিত। শেখ হাসিনার প্রশংসা শুনলে শত্রুপক্ষের গাত্রদাহ শুরু হয়। ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এডিস মশা যত ভয়ঙ্করই হোক, মানুষের চেয়ে শক্তিশালী নয়। কাজেই আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে এই ডেঙ্গুর এডিসকেও নিয়ন্ত্রণ করতে পারি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক অভিযোগের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ধ্বংসাত্মক রাজনীতি করে আপনারা ভুলের চোরাবালিতে এসে নিজেরাই নিজেদের শূন্য করে দিয়েছেন। আওয়ামী লীগ আপনাদের শূন্য করতে চায়নি। তিনি বলেন, বিএনপি শিল্পী জয়নুলের বিখ্যাত সৃষ্টি কাদা মাটিতে আটকে পড়া গরুর গাড়ির মতো। কাদায় আটকে পড়া গরুর গাড়ির মতো বিএনপি আজকে আটকে আছে। সেই কাদা থেকে বেরোতে হলে আপনাদের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সহসভাপতি শেখ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।
শিরোনাম
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা