আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কয়েক মাস পর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতার দাপট দেখিয়ে শেখ হাসিনা নির্বাচনে জিততে চান না। আমরা জনগণকে খুশি করে তাদের রায় নিয়ে নির্বাচিত হতে চাই। কেউ যদি ভাবেন ক্ষমতায় আছি, আমি তো জিতেই যাব। আমি বলব, আপনি বোকার স্বর্গে বাস করছেন।’ গতকাল বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সামনে ২১ আগস্ট। ষড়যন্ত্রের বিরুদ্ধে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার কোনো বিকল্প নেই। আমরা যত ঐক্যবদ্ধ হব, নেত্রীর হাত তত শক্তিশালী হবে। তিনি বলেন, এখনো বাতাসে চক্রান্তের গন্ধ আছে। আমরা জানি, তাদের প্রথম টার্গেট এখনো বঙ্গবন্ধুকন্যা। যিনি দেশে-বিদেশে সমাদৃত, প্রশংসিত। শেখ হাসিনার প্রশংসা শুনলে শত্রুপক্ষের গাত্রদাহ শুরু হয়। ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এডিস মশা যত ভয়ঙ্করই হোক, মানুষের চেয়ে শক্তিশালী নয়। কাজেই আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে এই ডেঙ্গুর এডিসকেও নিয়ন্ত্রণ করতে পারি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক অভিযোগের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ধ্বংসাত্মক রাজনীতি করে আপনারা ভুলের চোরাবালিতে এসে নিজেরাই নিজেদের শূন্য করে দিয়েছেন। আওয়ামী লীগ আপনাদের শূন্য করতে চায়নি। তিনি বলেন, বিএনপি শিল্পী জয়নুলের বিখ্যাত সৃষ্টি কাদা মাটিতে আটকে পড়া গরুর গাড়ির মতো। কাদায় আটকে পড়া গরুর গাড়ির মতো বিএনপি আজকে আটকে আছে। সেই কাদা থেকে বেরোতে হলে আপনাদের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সহসভাপতি শেখ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
জনগণের রায় নিয়ে সিটিতে জিততে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর