আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কয়েক মাস পর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতার দাপট দেখিয়ে শেখ হাসিনা নির্বাচনে জিততে চান না। আমরা জনগণকে খুশি করে তাদের রায় নিয়ে নির্বাচিত হতে চাই। কেউ যদি ভাবেন ক্ষমতায় আছি, আমি তো জিতেই যাব। আমি বলব, আপনি বোকার স্বর্গে বাস করছেন।’ গতকাল বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সামনে ২১ আগস্ট। ষড়যন্ত্রের বিরুদ্ধে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার কোনো বিকল্প নেই। আমরা যত ঐক্যবদ্ধ হব, নেত্রীর হাত তত শক্তিশালী হবে। তিনি বলেন, এখনো বাতাসে চক্রান্তের গন্ধ আছে। আমরা জানি, তাদের প্রথম টার্গেট এখনো বঙ্গবন্ধুকন্যা। যিনি দেশে-বিদেশে সমাদৃত, প্রশংসিত। শেখ হাসিনার প্রশংসা শুনলে শত্রুপক্ষের গাত্রদাহ শুরু হয়। ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এডিস মশা যত ভয়ঙ্করই হোক, মানুষের চেয়ে শক্তিশালী নয়। কাজেই আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে এই ডেঙ্গুর এডিসকেও নিয়ন্ত্রণ করতে পারি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক অভিযোগের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ধ্বংসাত্মক রাজনীতি করে আপনারা ভুলের চোরাবালিতে এসে নিজেরাই নিজেদের শূন্য করে দিয়েছেন। আওয়ামী লীগ আপনাদের শূন্য করতে চায়নি। তিনি বলেন, বিএনপি শিল্পী জয়নুলের বিখ্যাত সৃষ্টি কাদা মাটিতে আটকে পড়া গরুর গাড়ির মতো। কাদায় আটকে পড়া গরুর গাড়ির মতো বিএনপি আজকে আটকে আছে। সেই কাদা থেকে বেরোতে হলে আপনাদের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সহসভাপতি শেখ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।
শিরোনাম
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
- রংপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
- শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : দুলু
- গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
- অন্তর্বর্তী সরকার নিজেই নির্বাচন ব্যাহত হওয়ার পরিবেশ সৃষ্টি করছে : মির্জা ফখরুল
- সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ
- আমজনতার দলকে নিবন্ধন দিলে গণতন্ত্র শক্তিশালী হবে : নাছির
- শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
জনগণের রায় নিয়ে সিটিতে জিততে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর