আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কয়েক মাস পর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতার দাপট দেখিয়ে শেখ হাসিনা নির্বাচনে জিততে চান না। আমরা জনগণকে খুশি করে তাদের রায় নিয়ে নির্বাচিত হতে চাই। কেউ যদি ভাবেন ক্ষমতায় আছি, আমি তো জিতেই যাব। আমি বলব, আপনি বোকার স্বর্গে বাস করছেন।’ গতকাল বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সামনে ২১ আগস্ট। ষড়যন্ত্রের বিরুদ্ধে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার কোনো বিকল্প নেই। আমরা যত ঐক্যবদ্ধ হব, নেত্রীর হাত তত শক্তিশালী হবে। তিনি বলেন, এখনো বাতাসে চক্রান্তের গন্ধ আছে। আমরা জানি, তাদের প্রথম টার্গেট এখনো বঙ্গবন্ধুকন্যা। যিনি দেশে-বিদেশে সমাদৃত, প্রশংসিত। শেখ হাসিনার প্রশংসা শুনলে শত্রুপক্ষের গাত্রদাহ শুরু হয়। ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এডিস মশা যত ভয়ঙ্করই হোক, মানুষের চেয়ে শক্তিশালী নয়। কাজেই আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে এই ডেঙ্গুর এডিসকেও নিয়ন্ত্রণ করতে পারি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক অভিযোগের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ধ্বংসাত্মক রাজনীতি করে আপনারা ভুলের চোরাবালিতে এসে নিজেরাই নিজেদের শূন্য করে দিয়েছেন। আওয়ামী লীগ আপনাদের শূন্য করতে চায়নি। তিনি বলেন, বিএনপি শিল্পী জয়নুলের বিখ্যাত সৃষ্টি কাদা মাটিতে আটকে পড়া গরুর গাড়ির মতো। কাদায় আটকে পড়া গরুর গাড়ির মতো বিএনপি আজকে আটকে আছে। সেই কাদা থেকে বেরোতে হলে আপনাদের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সহসভাপতি শেখ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
জনগণের রায় নিয়ে সিটিতে জিততে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর