মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

শোভন-রাব্বানীসহ ১০৫ জনের সম্পদের অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ ১০৫ জনের সম্পদের খোঁজে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ তালিকায় রাজনীতিবিদ, প্রকৌশলী, কাস্টমস কর্মকর্তা, ব্যবসায়ীরা রয়েছেন। ইতিমধ্যে দুদক বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ও লেনদেনের তথ্য চেয়ে চিঠি দিয়েছে।

দুদক কর্মকর্তারা জানান, ছাত্রলীগের তিন নেতাসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। অনুসন্ধান দলের প্রাথমিক তদন্তে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অপ্রদর্শিত ও অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। সে অনুযায়ী, এবার অনুসন্ধান শুরু হয়েছে সংস্থার পক্ষ থেকে। বিএফআইইউতে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অবৈধ ক্যাসিনো-সংশ্লিষ্টতার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান। অনুসন্ধানে এসব ব্যক্তির ব্যাংকসংশ্লিষ্ট হিসাব যাচাই করা প্রয়োজন বলে মনে করছে দুদক। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ ক্যাসিনো-সংশ্লিষ্টতার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরুর পর কমিশনের কাছে এ ধরনের অনেক অভিযোগ এসেছে। এসব অভিযোগ ও গণমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই করে মোট ১০৫ জনের নাম বাছাই করা হয়েছে।

সর্বশেষ খবর