বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বড় মিজান কেন খালাস পেল

নিজস্ব প্রতিবেদক

বহুল আলোচিত হোলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলা মামলায় চার্জশিটভুক্ত আট আসামির মধ্যে সাতজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। তবে হামলায় সম্পৃক্ততা না পাওয়ায় মামলার অন্য আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেওয়া হয়েছে। গতকাল ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, আসামি মিজানুর রহমানের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও অন্যান্য সাক্ষ্য থেকে দেখা যায় না যে, মিজানুর রহমান হোলি আর্টিজান হামলার সঙ্গে জড়িত কিংবা হোলি আর্টিজান হামলা সম্পর্কে অবগত ছিলেন। কাজেই আসামি মিজানুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(অ) ধারায় অভিযোগ প্রমাণিত হয়নি। রায়ের পর আদালতে উপস্থিত আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে মিজানুর রহমান জানান, ‘আল্লাহ আমাকে খালাস করেছেন। আমি অনেকবার বিচারককে বলেছি, আমি সেই মিজান নই। আমাকে বিনা দোষে এত দিন জেলে রাখছেন।’ জানা গেছে, হোলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার মামলায় অভিযুক্ত বড় মিজান নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান ছিলেন। নামের মিল থাকার কারণেই খালাস পাওয়া এই মিজানকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে আদালত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর