দেশে নারী ধর্ষণ ‘মহামারী’ আকার নিয়েছে মন্তব্য করে এর জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে দায়ী করেছেন ড. কামাল হোসেন। গতকাল এক মানববন্ধনে তিনি বলেন, সরকারকে আমরা বিশেষ করে বলতে চাই, তাদের যে একটা ন্যূনতম দায়িত্ব আছে, এক নম্বর দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা। নারী ধর্ষণ মহামারী আকার ধারণ করবে- এটা কল্পনা করা যায় না। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন বলেন, প্রায় প্রতিদিন সকালেই পত্রিকার পাতায় ঢাকা-চট্টগ্রামের মতো শহরগুলো ছাড়াও দেশের বিভিন্ন জেলায় ধর্ষণের খবর আসছে। এটা মহামারী আকার ধারণ করেছে। ধর্ষণ বৃদ্ধির জন্য আইনশৃঙ্খলা ব্যবস্থার ব্যর্থতাকে দায়ী করে প্রবীণ এ আইনজীবী বলেন, কেন এ বৃদ্ধি? এটা সত্যি আমাদের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকার পরিচালনার দায়িত্বে যারা থাকেন তাদের প্রধান দায়িত্ব জনগণের জান-মালের ও নারীদের নিরাপত্তা দেওয়া- এ কথা স্মরণ করিয়ে তিনি বলেন, সেখানে তারা যেভাবে ব্যর্থ হচ্ছেন তা পত্রিকা খুললে পাওয়া যায়। আমরা চাই এটা বন্ধ হোক, এটা দ্রুত বন্ধ হোক, এটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, আমরা বাংলাদেশে আছি নাকি আফ্রিকার জঙ্গলে বাস করছিÑ আমি সে প্রশ্ন সরকারের সামনে তুলে ধরতে চাই। এ দেশটা নাকি রোল মডেল। এ দেশ কি সম্ভ্রমহানির রোল মডেল? সরকারকে এর জবাবদিহি করতে হবে। গণফোরামের মোশতাক আহমেদের পরিচালনায় মানববন্ধনে বিএনপির আবদুস সালাম, শাহিনুল ইসলাম লায়লা, গণফোরামের সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, বিকল্পধারার নুরুল আমিন ব্যাপারী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, জেএসডির সানোয়ার হোসেন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
শিরোনাম
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
মহামারী আকার নিয়েছে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর