জনগণকে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে নিতেই বিএনপি সিটি নির্বাচনে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে মিরপুরের ৭ নম্বর ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচনকে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জনগণকে এখানে সম্পৃক্ত করার আন্দোলন হিসেবে আমরা নিয়েছি। এই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি জনগণকে সংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে নিয়ে যেতে চায়।’ সকাল সাড়ে ১০টায় মিরপুরের ৭ নম্বর ওয়ার্ডের বাইতুল মোশাররফ জামে মসজিদের কাছ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়ালকে নিয়ে ভোটের প্রচারণা শুরু করেন বিএনপি মহাসচিব। গণসংযোগে বিভিন্ন সময় যোগ দেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুর রহমান হাবিব, কামরুজ্জামান রতন, যুবদলের মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের ইয়াসীন আলী, মহিলা দলের সুলতানা আহমেদ, ঘুড়ি মার্কায় দলের কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন দুলু প্রমুখ। তাবিথের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, ‘ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা মনে করি, অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই তাবিথ আউয়াল বিপুল ভোটে বিজয়ী হবেন। জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে সমন্ত ষড়যন্ত্র-চক্রান্ত ব্যর্থ করে ধানের শীষ জয়ী হবে ইনশা আল্লাহ।’ বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের যে দায়িত্ব তা সুচারুরূপে পালন করতে পারেনি। নির্বাচনের তারিখ পরিবর্তন তাদের অযোগ্যতার আরেকটা প্রমাণ। তাদের দেখা উচিত ছিল, এই তারিখের সঙ্গে সরস্বতী পূজার বিষয়টা সম্পর্কিত। এই কমিশন অযোগ্য। তারা কখনই সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারেনি। জাতীয় নির্বাচনে তারা একই ঘটনা ঘটিয়েছিল। মির্জা ফখরুল রাস্তার দুই ধারের মানুষকে ধানের শীষের লিফলেট দেন এবং ভোটের দিন সবাইকে কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন। তাবিথও ফুটপাথে দাঁড়িয়ে থাকা ভোটারদের কাছে গিয়ে লিফলেট দেন এবং দোয়া চান। বিএনপি মহাসচিব ৪৫ মিনিট নির্বাচনী প্রচারণা চালানোর পর দলের কার্যালয়ের উদ্দেশে রওনা দেন। তবে মহাসচিবকে বিদায় দিয়ে নেতা-কর্মীদের নিয়ে প্রচারণা অব্যাহত রাখেন তাবিথ আউয়াল।
শিরোনাম
- নির্বাচনী প্রচারণায় খেলোয়াড়দের ব্যবহারে এনএসসির নিষেধাজ্ঞা
- কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি, আসন ৩৭০১
- তাইপেকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুললো ভারত
- খাগড়াছড়িতে সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে নতুন ডিসির মতবিনিময়
- কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৪ অভিবাসী
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
বিএনপি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে : ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর