শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

অনিশ্চয়তা কাটছে এইচএসসি নিয়ে

সিদ্ধান্ত ২৪ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মহামারীতে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হতে পারে আগামী ২৪ সেপ্টেম্বর। সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা এদিন বৈঠকে বসবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। একাদশে ভর্তি, ক্লাস শুরুসহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে ওই সভায়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকার সচিব অধ্যাপক তপন কুমার সরকার গতকাল প্রতিবেদককে বলেন, রুটিন কর্মসূচির অংশ হিসেবেই এ বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষার নানা বিষয় নিয়ে আলোচনা করবেন বোর্ডের চেয়ারম্যানরা। সচিব আরও বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আমাদের প্রস্তুতি অনেক আগেই নেওয়া আছে। শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিলেই এ পরীক্ষার আয়োজন করা হবে। প্রসঙ্গত, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও মহামারীর কারণে তা স্থগিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর