মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে গতকাল ভোরে ৩০৯ জনকে আটক করা হয়েছে। তার মধ্যে রয়েছেন ১০২ বাংলাদেশি এবং বাকিরা অন্যান্য দেশের অভিবাসী। এ নিয়ে চলতি মাসে দুই দফায় ১৬৪ বাংলাদেশিকে আটক করা হলো। সূত্র : বারনামা।
খবরে বলা হয়, ভোরে মালয়েশিয়ার অভিবাসন দফতরের কর্মকর্তারা সেলাঙ্গার প্রদেশের ডেঙ্গকিল শহরের একটি নির্মাণাধীন অবকাঠামোর কাছে অভিবাসী অধ্যুষিত আবাসিক এলাকায় অভিযান চালান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ওই অভিযানের সময় ৭১৫ জনকে জেরা করা হয়। এর মধ্যে মালয়েশিয়ায় বৈধভাবে অবস্থানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩০৯ জনকে আটক করা হয়। তার মধ্যে রয়েছেন ১০২ বাংলাদেশি, ১৯৩ ইন্দোনেশিপ্রণ, আটজন মিয়ানমারের, ভিয়েতনামের চারজন। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। কুয়ালালামপুরে আমাদের মিশন এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।’