সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

সেই মিনুর রহস্যজনক মৃত্যু তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির বদলি কারাভোগ করা আলোচিত সেই মিনু বেগম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২৮ জুন চট্টগ্রাম নগরীর বায়েজিদ-ভাটিয়ারী লিংক রোডে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। পরে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামের তত্ত্বাবধানে তাকে দাফন করা হয়। শনিবার রাতে জানা গেল অজ্ঞাতনামা লাশটি ছিল বিনা দোষে তিন বছর কারাভোগ করা মিনুর। এরপর এ মৃত্যু নিয়ে মেলতে থাকে ডালপালা।

তবে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বায়েজিদ জোনের সহকারী কমিশনার মোহাম্মদ শাহ আলম বলেন, ‘দুর্ঘটনার সময় তিনজন প্রত্যক্ষদর্শী ট্রাকচালক ছিলেন। তাদের ফোন পেয়ে পুলিশ গিয়ে মিনুকে উদ্ধার করে। মনে হয় না এ দুর্ঘটনার অন্য কোনো কারণ থাকতে পারে।’

কারাগার থেকে বের হতে মিনুকে সার্বিক সহায়তা করেন চট্টগ্রাম বারের আইনজীবী গোলাম মওলা মুরাদ। তিনি এ মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘মিনুর এ মৃত্যুকে স্বাভাবিক হিসেবে দেখছি না। তাই ঘটনাটি তদন্ত করার দাবি করছি।’ তিনি বলেন, ‘মুক্তি পাওয়ার পর মিনু দুই সন্তানের জন্য বেঁচে থাকার কথা বলেছিলেন। অথচ তাকে মানসিক ভারসাম্যহীন বলা হচ্ছে। বিষয়টি রহস্যজনক।’

মিনুর ভাই মোহাম্মদ রুবেল বলেন, ‘২৭ জুন বাসা থেকে বের হন আমার বোন। সারা দিন এলাকায় ঘুরে বিভিন্নজনের সঙ্গে কথা বলেন। সন্ধ্যায় থেকে তার কোনো খোঁজ পাইনি। এরপর বিভিন্ন জায়গায় খুঁজেছি। শনিবার সন্ধ্যায় বায়েজিদ থানার এক এসআই এসে তার ছবি দেখান। তখন তাকে শনাক্ত করি। পরে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। আমি চাই ঘটনাটির যথাযথ তদন্ত হোক।’ বায়েজিদ থানা পুলিশ জানায়, ২৮ জুন ভোরে বায়েজিদ লিংক রোড থেকে গুরুতর আহত অবস্থায় মিনুকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় স্থানীয় লোকজন তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে আখ্যা দেয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিচয় নিশ্চিত না হওয়ায় তার লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

সর্বশেষ খবর