মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

কঠোর বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম চলবে। সব শাখায় সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে লেনদেন। ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রমের জন্য ৪টা পর্যন্ত খোলা থাকছে ব্যাংক। গতকাল রাজধানীর ব্যাংক শাখাগুলোতে লেনদেন চলেছে। অধিকাংশ শাখায় গ্রাহকদের ভিড় লক্ষ্য করা গেছে। ৫ আগস্টের পর নতুন করে বিধিনিষেধ আরোপ করা না হলে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন চালু করা হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, বিধিনিষেধ আরোপ করা হলে ব্যাংকিং সময়সীমাও নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় পদক্ষেপ নেওয়া হবে। ব্যাংকিং সময়ের সঙ্গে মিল রেখে শেয়ারবাজারের লেনদেন চলবে।

সর্বশেষ খবর