আফগানিস্তানে আটকে পড়া ১২ বাংলাদেশি ও চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনে অধ্যয়নরত দেড় শতাধিক আফগান নারী শিক্ষার্থী কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। এর মধ্যে আফগান ওয়্যারলেসে চাকরি করা ছয়জন প্রকৌশলী শুক্রবার রাতে দোহায় পৌঁছেন। ব্র্যাকে কাজ করা ছয় বাংলাদেশি ও চট্টগ্রামে পড়াশোনা করা দেড় শতাধিক আফগান নারী শিক্ষার্থী গত রাতে দোহায় পৌঁছেন। শিগগিরই তারা একটি চার্টার্ড বিমানে বাংলাদেশে আসবেন। কাবুল ছেড়ে আসা ইঞ্জিনিয়ার রাজীব বিন ইসলাম গত সন্ধ্যায় দোহা থেকে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান আফগান ওয়্যারলেস কোম্পানির সহায়তা ও আয়োজনে আমরা ছয়জন শুক্রবার কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করতে পারি। সেখানে মার্কিন দূতাবাস ও ইউএস আর্মির সহায়তায় যুক্তরাষ্ট্রের অন্য নাগরিকদের সঙ্গে আমরা মার্কিন সামরিক বিমানে উঠে কাবুল ত্যাগ করে দোহায় পৌঁছি। দোহা পৌঁছানোর পর আমরা ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। মন্ত্রণালয় থেকে কাতারের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। দূতাবাস কর্মকর্তারা ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমাদের বাংলাদেশে পৌঁছানোর বিষয়ে দূতাবাস সহযোগিতা করছে। আমরা ছয়জনই নিরাপদ ও সুস্থ আছি।’ আফগানিস্তান থেকে ব্র্যাক কর্মী মিজানুর রহমান গত সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা ব্র্যাকের ছয় কর্মী অনেক জিজ্ঞাসাবাদের পর আজ (শনিবার) বিকাল ৩টায় কাবুল বিমানবন্দরে প্রবেশের অনুমতি পাই। বিমানবন্দরে ঢোকার আগে তালেবানরা কঠোরভাবে চেক করেছে। আমরা এখন বিমানবন্দরের ভিতরে অবস্থান করছি। যে কোনো সময় আমাদের বিমানের ব্যবস্থা হবে এবং আমরা কাবুল ত্যাগ করব।’ তিনি বলেন, ‘আমাদের একসঙ্গে থাকা ১৫ জনের মধ্যে তিনজন কাবুলের নিরাপত্তা পরিস্থিতির ভয়ে বিমানবন্দরে আসেননি। তারা ব্র্যাকের বাসস্থানে নিরাপদে আছেন।’ ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘বাংলাদেশে পড়াশোনা করা চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের শিক্ষার্থীরা দোহায় পৌঁছেছেন। তারা সবাই দোহায় ইউএস মিলিটারি বেজে আছেন। তাদের শিগগিরই বাংলাদেশে নিয়ে আসা হবে।’ সূত্র জানান, আফগান ১৬০ শিক্ষার্থীর মধ্যে কয়েকজন দোহায় আসতে পারেননি। যারা এসেছেন তাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বিমানের ব্যবস্থা করেছে। সে বিমান সরাসরি কাবুল থেকে চট্টগ্রাম চলে আসতে পারে।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল