বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বাড়ল

নিজস্ব প্রতিবেদক

আলাদা পাঁচটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর করে বাড়িয়েছে হাই কোর্ট। পাঁচ মামলার মধ্যে ঢাকায় তিনটি এবং নড়াইল ও কুমিল্লায় একটি করে রয়েছে। এর মধ্যে ঢাকার তিনটি এবং নড়াইলের একটি মামলায় বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ জামিনের মেয়াদ বাড়ায়। আর কুমিল্লায় নাশকতার অভিযোগের মামলায় জামিনের মেয়াদ বাড়ায় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট রোকনুজ্জামান সূজা। দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়া আগেই ১৭ বছরের কারাদন্ডপ্রাপ্ত। তবে করোনাভাইরাস মহামারীর পর এই দন্ড স্থগিত রেখেছে সরকার। প্রথমে ছয় মাসের জন্য দন্ড স্থগিত করা হলেও তা দফায় দফায় বাড়ানো হয়। সবশেষ ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার দন্ড স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ায় সরকার। হাই কোর্ট সূত্র জানায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদন্ড হয় খালেদা জিয়ার। পরে উচ্চ আদালতে আপিল করলে সাজা বেড়ে হয় দ্বিগুণ। উচ্চ আদালতের আদেশের পর দিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার রায় হয় বিচারিক আদালতে।

এ মামলায় সাত বছরের কারাদন্ড দেওয়া হয় বিএনপি নেত্রীকে। ফলে মোট ১৭ বছরের কারাদন্ড হয় সাবেক প্রধানমন্ত্রীর। দুই মামলায় জামিন পেতে বিএনপির আইনজীবীদের চেষ্টা ব্যর্থ হলে বিএনপি নেত্রীর স্বজনরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন নিয়ে যান। সরকারপ্রধানের নির্বাহী আদেশে দন্ড স্থগিত হলে সাবেক সরকারপ্রধানকে দুই শর্তে ২০২০ সালের ২৫ মার্চ মুক্তি দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে বিএনপি নেত্রী ফেরেন তার গুলশানের বাসভবন ফিরোজায়। শর্ত দুটি হলো বিএনপি নেত্রী দেশেই চিকিৎসা নেবেন এবং বিদেশে যাবেন না।

সর্বশেষ খবর