বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

গ্রাহকদের ধৈর্য ধরতে হবে

------ ইভ্যালির এমডি

নিজস্ব প্রতিবেদক

অগ্রিম মূল্য পরিশোধ করেও ইভ্যালির পণ্য না পাওয়া ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে কোম্পানিটির দায়দেনা নিরূপণে হাই কোর্ট গঠিত পরিচালনা পর্ষদ। অবসরপ্রাপ্ত বিচারপতি ও বোর্ডের চেয়ারম্যান শামসুদ্দীন চৌধুরী মানিকের সভাপতিত্বে গতকাল ধানমন্ডির ইভ্যালি কার্যালয়ে পর্ষদের প্রথম সভা শেষে এ আহ্বান জানান হাই কোর্টের নিয়োগ দেওয়া ইভ্যালির এমডি ও অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন। সাংবাদিকদের তিনি বলেন, ইভ্যালির দায়দেনা নিয়ে আমাদের কাছে শতভাগ সঠিক তথ্য নেই। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পাওনা বা পণ্য পাওয়া নিয়ে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। মাহবুব কবীর মিলন বলেন, পর্ষদ সভায় আদালতের রায়ের কপি পর্যালোচনার বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া ইভ্যালির পুরো দায়দেনা ও সম্পদ অডিট করার সিদ্ধান্ত হয়েছে। একটি প্রতিষ্ঠিত ফার্মের মাধ্যমে অডিট করা হবে। অডিটের মাধ্যমেই কোম্পানিটি সম্পর্কে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে। ইভ্যালি নিয়ে এর আগে বাংলাদেশ ব্যাংকসহ যেসব সংস্থা বা প্রতিষ্ঠান তদন্ত করেছে, সেসব তদন্ত প্রতিবেদন সংগ্রহের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলছে। গত ১৬ সেপ্টেম্বর এ দম্পতিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য ১৮ অক্টোবর চার সদস্যের অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে হাই কোর্ট।

সর্বশেষ খবর