শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ফের স্নায়ুযুদ্ধের হুঁশিয়ারি দিলেন শি জিন পিং

প্রতিদিন ডেস্ক

ফের স্নায়ুযুদ্ধের হুঁশিয়ারি দিলেন শি জিন পিং

যুক্তরাষ্ট্রকে এশিয়া-প্রশান্ত অঞ্চলে আবারও স্নায়ুযুদ্ধ ফিরিয়ে না আনতে সতর্ক করলেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। গতকাল এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) শীর্ষ সম্মেলনের সাইডলাইনে সিইও ফোরামে ভিডিও বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন। সূত্র : রয়টার্স।

প্রেসিডেন্ট শি বলেন, ‘ভূরাজনৈতিক স্বার্থের ভিত্তিতে ছোট জোট গঠনের প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শীতল যুদ্ধের সময়ের দ্ধন্ধ এবং সংঘাতের পুনরাবৃত্তি কাম্য নয়’। উল্লেখ্য, সম্প্রতি চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত হয়েছে কোয়াড জোট। এটি মূলত সামরিক জোট। এদিকে তাইওয়ান ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বিরোধ তুঙ্গে উঠেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর