মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ট্রেন টেনে নিয়ে গেল ভটভটি, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে একটি ভটভটি আটকে তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ভূতপুকুর মহল্লার মৃত গরীবুল্লাহর ছেলে ফুলচান, আলীনগর মহল্লার রইস উদ্দিনের ছেলে সেহের আলী ও সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা কেন্দুল গ্রামের মানিক চাঁদের ছেলে নাইমুল ইসলাম। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে আলীনগর হাজির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই মাছ ব্যবসায়ী এবং তারা নিউ মার্কেটে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিল। এ ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে খুলনাগামী মহানন্দা ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন ছেড়ে যাওয়ার সময় আলীনগর হাজির মোড় রেল ক্রসিং এলাকায় একটি ভটভটি রেলের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। এ সময় ভটভটিতে টেনেহিঁচড়ে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের উপপরিচালক সবের আলী প্রামাণিক জানান, সকাল সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছিন্নভিন্ন তিনজনের লাশ উদ্ধার করে। ব্যস্ততম এলাকাটির রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। নিহত ফুলচানের মাও কয়েক বছর আগে ট্রেনে কাটা পড়ে মারা যান। তাদের দাবি, অবিলম্বে এ স্থানে গেটের ব্যবস্থা করা হোক।

চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ওবায়দুল্লাহ জানান, সকাল সাড়ে ৮টার দিকে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। পরে আলীনগর হাজির মোড় এলাকায় একটি ভটভটির সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। হাজির মোড় এলাকায় ট্রেন লাইনের ওপর দিয়ে রাস্তা থাকলেও সেখানে কোনো গেট নেই, ফলে গেটম্যানও থাকে না। এ কারণে দুর্ঘটনাটি ঘটে গেছে।

সর্বশেষ খবর