শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মার্কিন নিষেধাজ্ঞায় একজনের সমর্থন পুরো ইইউর নয়

নিজস্ব প্রতিবেদক

মার্কিন নিষেধাজ্ঞায় একজনের সমর্থন পুরো ইইউর নয়

চার্লস হোয়াইটলি

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) প্রতি যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে, তাতে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের একজন মেম্বারের সমর্থন ওই মেম্বারের ব্যক্তিগত মত হতে পারে। এটি পুরো ইউরোপীয় ইউনিয়নের কোনো বিষয় নয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ    মিলনায়তনে গতকাল ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব বক্তব্য দেন। রাষ্ট্রদূত বলেন, একজন ব্যক্তির অবশ্যই ব্যক্তিগত মত প্রকাশের অধিকার রয়েছে। আমি মনে করি এটিও তাই। এ বিষয়ে বাংলাদেশ সরকার পদক্ষেপ নিয়েছে, আশা করি তা দ্রুত সমাধান হবে। ইইউ দূত বলেন, একটি দেশের সামগ্রিক পরিস্থিতির ওপর ব্যবসা নির্ভর করে। বিনিয়োগকারীরা মূলত দেখেন যে, তাঁরা অংশীদার দেশে অর্থোপার্জন করতে পারছেন কি না এবং সেখানে আকর্ষণীয় ব্যবসার পরিবেশ আছে কি না। সুতরাং আমি এখনো এমন কোনো লক্ষণ দেখিনি, যাতে সাম্প্রতিক নিষেধাজ্ঞা বাংলাদেশে বাণিজ্যিক সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। তবে কখনো কখনো রাজনৈতিক পরিস্থিতি ব্যবসায় প্রভাব ফেলতে পারে বলে তিনি উল্লেখ করেন। রোহিঙ্গা ইস্যুতে চার্লস হোয়াইটলি বলেন, ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গা ইস্যুতেও কাজ করছে। আমি নিজেও এ বিষয়ে একাধিকবার কথা বলেছি। আশা করি, একটি সমাধান আসবে। তবে বাংলাদেশ যেভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে, তা অনন্য। বাংলাদেশের নির্বাচন ইস্যু নিয়ে তিনি বলেন, বাংলাদেশে অনুষ্ঠিতব্য আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা বিভিন্ন দিক পর্যবেক্ষণ করছি। কীভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন কমিশন গঠন ইত্যাদি বিষয় আমাদের পর্যবেক্ষণে রয়েছে।

সর্বশেষ খবর