মেলবোর্নের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বৃষ্টি। ‘হার্ট অব ক্রিকেট’ মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের ম্যাচ হলেই বৃষ্টি থাবা বসাচ্ছে। ভেসে যাচ্ছে ম্যাচগুলো। গতকাল সুপার টুয়েলভের দুটি ম্যাচ ছিল ইয়ারা নদীর পাড়ের স্টেডিয়ামটিতে। কিন্তু বৃষ্টিবাধায় কোনো বল হওয়ার আগেই বাতিল হয়ে যায় ম্যাচ দুটি। দিনের প্রথম ম্যাচ ছিল আফগানিস্তান-আয়ারল্যান্ড এবং দ্বিতীয় ম্যাচ ছিল দুই ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। ম্যাচ দুটি না হওয়ায় গ্রুপ-১-এর সেমিফাইনাল খেলার সমীকরণ জটিল হয়ে পড়েছে। কোন দুটি দল সেমিফাইনাল খেলবে গ্রুপ থেকে তা নিশ্চিত নয়। লড়াইয়ে রয়েছে গ্রুপের সবগুলো দল। ৩ ম্যাচে ৩ পয়েন্ট করে পেয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার। রান রেটের হিসাবে ৪.৪৫০ স্ট্রাইক রেটে সবার উপরে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। দুইয়ে থাকা জশ বাটলারের ইংল্যান্ডের রান রেট ০.২৩৯। তিনে থাকা আয়ারল্যান্ডের রান রেট-১.১৬৯ এবং চারে থাকা অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ার রান রেট-১.৫৫৩। ২ পয়েন্ট করে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। গ্রুপে এখন পর্যন্ত অপরাজিত দল নিউজিল্যান্ড। আজ কেন উইলিয়ামসনের দল নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। এশিয়ান চ্যাম্পিয়নদের এটা তৃতীয় ম্যাচ। দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচে যে জিতবে, তারাই উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। এগিয়ে যাবে সেমিফাইনালের পথে। সুপার টুয়েলভে ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারায় ৫ উইকেটে। বৃষ্টি¯œাত পরের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ডিএল মেথডে হেরে যায় ৫ রানে। গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। ২০ ওভারের বিশ্বকাপের গত আসরের চ্যাম্পিয়ন প্রথম ম্যাচে ৮৯ রানে হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। ৭ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে। আয়ারল্যান্ড প্রথম ম্যাচে ৯ উইকেটে এশিয়ান চ্যাম্পিয়নদের কাছে হারলেও ডিএল মেথডে পরের ম্যাচে ৫ রানে হারায় প্রতিবেশী ইংলিশদের। গতকাল খেলাই হয়নি আফগাানিস্তানের বিপক্ষে। আফগানরা প্রথম ম্যাচে হার মানে এশিয়ান চ্যাম্পিয়নদের কাছে। মোহাম্মদ নবি, রশিদ খানরা পরের দুই ম্যাচে পয়েন্ট ভাগ করে নেন নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড কঠিন সমীকরণে
বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর