মেলবোর্নের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বৃষ্টি। ‘হার্ট অব ক্রিকেট’ মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের ম্যাচ হলেই বৃষ্টি থাবা বসাচ্ছে। ভেসে যাচ্ছে ম্যাচগুলো। গতকাল সুপার টুয়েলভের দুটি ম্যাচ ছিল ইয়ারা নদীর পাড়ের স্টেডিয়ামটিতে। কিন্তু বৃষ্টিবাধায় কোনো বল হওয়ার আগেই বাতিল হয়ে যায় ম্যাচ দুটি। দিনের প্রথম ম্যাচ ছিল আফগানিস্তান-আয়ারল্যান্ড এবং দ্বিতীয় ম্যাচ ছিল দুই ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। ম্যাচ দুটি না হওয়ায় গ্রুপ-১-এর সেমিফাইনাল খেলার সমীকরণ জটিল হয়ে পড়েছে। কোন দুটি দল সেমিফাইনাল খেলবে গ্রুপ থেকে তা নিশ্চিত নয়। লড়াইয়ে রয়েছে গ্রুপের সবগুলো দল। ৩ ম্যাচে ৩ পয়েন্ট করে পেয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার। রান রেটের হিসাবে ৪.৪৫০ স্ট্রাইক রেটে সবার উপরে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। দুইয়ে থাকা জশ বাটলারের ইংল্যান্ডের রান রেট ০.২৩৯। তিনে থাকা আয়ারল্যান্ডের রান রেট-১.১৬৯ এবং চারে থাকা অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ার রান রেট-১.৫৫৩। ২ পয়েন্ট করে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। গ্রুপে এখন পর্যন্ত অপরাজিত দল নিউজিল্যান্ড। আজ কেন উইলিয়ামসনের দল নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। এশিয়ান চ্যাম্পিয়নদের এটা তৃতীয় ম্যাচ। দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচে যে জিতবে, তারাই উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। এগিয়ে যাবে সেমিফাইনালের পথে। সুপার টুয়েলভে ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারায় ৫ উইকেটে। বৃষ্টি¯œাত পরের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ডিএল মেথডে হেরে যায় ৫ রানে। গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। ২০ ওভারের বিশ্বকাপের গত আসরের চ্যাম্পিয়ন প্রথম ম্যাচে ৮৯ রানে হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। ৭ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে। আয়ারল্যান্ড প্রথম ম্যাচে ৯ উইকেটে এশিয়ান চ্যাম্পিয়নদের কাছে হারলেও ডিএল মেথডে পরের ম্যাচে ৫ রানে হারায় প্রতিবেশী ইংলিশদের। গতকাল খেলাই হয়নি আফগাানিস্তানের বিপক্ষে। আফগানরা প্রথম ম্যাচে হার মানে এশিয়ান চ্যাম্পিয়নদের কাছে। মোহাম্মদ নবি, রশিদ খানরা পরের দুই ম্যাচে পয়েন্ট ভাগ করে নেন নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে।
শিরোনাম
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- যে কারণে 'ভ্যাম্পায়ার' দাঁতে আগ্রহ বাড়ছে তরুণীদের
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দীর্ঘ বিরতির পর আবার আলোচনায় বিদ্যা সিনহা মিম