মেলবোর্নের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বৃষ্টি। ‘হার্ট অব ক্রিকেট’ মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের ম্যাচ হলেই বৃষ্টি থাবা বসাচ্ছে। ভেসে যাচ্ছে ম্যাচগুলো। গতকাল সুপার টুয়েলভের দুটি ম্যাচ ছিল ইয়ারা নদীর পাড়ের স্টেডিয়ামটিতে। কিন্তু বৃষ্টিবাধায় কোনো বল হওয়ার আগেই বাতিল হয়ে যায় ম্যাচ দুটি। দিনের প্রথম ম্যাচ ছিল আফগানিস্তান-আয়ারল্যান্ড এবং দ্বিতীয় ম্যাচ ছিল দুই ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। ম্যাচ দুটি না হওয়ায় গ্রুপ-১-এর সেমিফাইনাল খেলার সমীকরণ জটিল হয়ে পড়েছে। কোন দুটি দল সেমিফাইনাল খেলবে গ্রুপ থেকে তা নিশ্চিত নয়। লড়াইয়ে রয়েছে গ্রুপের সবগুলো দল। ৩ ম্যাচে ৩ পয়েন্ট করে পেয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার। রান রেটের হিসাবে ৪.৪৫০ স্ট্রাইক রেটে সবার উপরে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। দুইয়ে থাকা জশ বাটলারের ইংল্যান্ডের রান রেট ০.২৩৯। তিনে থাকা আয়ারল্যান্ডের রান রেট-১.১৬৯ এবং চারে থাকা অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ার রান রেট-১.৫৫৩। ২ পয়েন্ট করে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। গ্রুপে এখন পর্যন্ত অপরাজিত দল নিউজিল্যান্ড। আজ কেন উইলিয়ামসনের দল নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। এশিয়ান চ্যাম্পিয়নদের এটা তৃতীয় ম্যাচ। দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচে যে জিতবে, তারাই উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। এগিয়ে যাবে সেমিফাইনালের পথে। সুপার টুয়েলভে ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারায় ৫ উইকেটে। বৃষ্টি¯œাত পরের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ডিএল মেথডে হেরে যায় ৫ রানে। গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। ২০ ওভারের বিশ্বকাপের গত আসরের চ্যাম্পিয়ন প্রথম ম্যাচে ৮৯ রানে হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। ৭ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে। আয়ারল্যান্ড প্রথম ম্যাচে ৯ উইকেটে এশিয়ান চ্যাম্পিয়নদের কাছে হারলেও ডিএল মেথডে পরের ম্যাচে ৫ রানে হারায় প্রতিবেশী ইংলিশদের। গতকাল খেলাই হয়নি আফগাানিস্তানের বিপক্ষে। আফগানরা প্রথম ম্যাচে হার মানে এশিয়ান চ্যাম্পিয়নদের কাছে। মোহাম্মদ নবি, রশিদ খানরা পরের দুই ম্যাচে পয়েন্ট ভাগ করে নেন নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে।
শিরোনাম
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে