মেলবোর্নের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বৃষ্টি। ‘হার্ট অব ক্রিকেট’ মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের ম্যাচ হলেই বৃষ্টি থাবা বসাচ্ছে। ভেসে যাচ্ছে ম্যাচগুলো। গতকাল সুপার টুয়েলভের দুটি ম্যাচ ছিল ইয়ারা নদীর পাড়ের স্টেডিয়ামটিতে। কিন্তু বৃষ্টিবাধায় কোনো বল হওয়ার আগেই বাতিল হয়ে যায় ম্যাচ দুটি। দিনের প্রথম ম্যাচ ছিল আফগানিস্তান-আয়ারল্যান্ড এবং দ্বিতীয় ম্যাচ ছিল দুই ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। ম্যাচ দুটি না হওয়ায় গ্রুপ-১-এর সেমিফাইনাল খেলার সমীকরণ জটিল হয়ে পড়েছে। কোন দুটি দল সেমিফাইনাল খেলবে গ্রুপ থেকে তা নিশ্চিত নয়। লড়াইয়ে রয়েছে গ্রুপের সবগুলো দল। ৩ ম্যাচে ৩ পয়েন্ট করে পেয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার। রান রেটের হিসাবে ৪.৪৫০ স্ট্রাইক রেটে সবার উপরে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। দুইয়ে থাকা জশ বাটলারের ইংল্যান্ডের রান রেট ০.২৩৯। তিনে থাকা আয়ারল্যান্ডের রান রেট-১.১৬৯ এবং চারে থাকা অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ার রান রেট-১.৫৫৩। ২ পয়েন্ট করে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। গ্রুপে এখন পর্যন্ত অপরাজিত দল নিউজিল্যান্ড। আজ কেন উইলিয়ামসনের দল নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। এশিয়ান চ্যাম্পিয়নদের এটা তৃতীয় ম্যাচ। দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচে যে জিতবে, তারাই উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। এগিয়ে যাবে সেমিফাইনালের পথে। সুপার টুয়েলভে ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারায় ৫ উইকেটে। বৃষ্টি¯œাত পরের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ডিএল মেথডে হেরে যায় ৫ রানে। গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। ২০ ওভারের বিশ্বকাপের গত আসরের চ্যাম্পিয়ন প্রথম ম্যাচে ৮৯ রানে হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। ৭ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে। আয়ারল্যান্ড প্রথম ম্যাচে ৯ উইকেটে এশিয়ান চ্যাম্পিয়নদের কাছে হারলেও ডিএল মেথডে পরের ম্যাচে ৫ রানে হারায় প্রতিবেশী ইংলিশদের। গতকাল খেলাই হয়নি আফগাানিস্তানের বিপক্ষে। আফগানরা প্রথম ম্যাচে হার মানে এশিয়ান চ্যাম্পিয়নদের কাছে। মোহাম্মদ নবি, রশিদ খানরা পরের দুই ম্যাচে পয়েন্ট ভাগ করে নেন নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে।
শিরোনাম
- বাংলাদেশে সফল নির্বাচন দেখতে চায় ইইউ
- দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ঐক্যের খোঁজে জাতি, অনৈক্যে বিপর্যয় অনিবার্য
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড কঠিন সমীকরণে
বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর