মেলবোর্নের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বৃষ্টি। ‘হার্ট অব ক্রিকেট’ মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের ম্যাচ হলেই বৃষ্টি থাবা বসাচ্ছে। ভেসে যাচ্ছে ম্যাচগুলো। গতকাল সুপার টুয়েলভের দুটি ম্যাচ ছিল ইয়ারা নদীর পাড়ের স্টেডিয়ামটিতে। কিন্তু বৃষ্টিবাধায় কোনো বল হওয়ার আগেই বাতিল হয়ে যায় ম্যাচ দুটি। দিনের প্রথম ম্যাচ ছিল আফগানিস্তান-আয়ারল্যান্ড এবং দ্বিতীয় ম্যাচ ছিল দুই ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। ম্যাচ দুটি না হওয়ায় গ্রুপ-১-এর সেমিফাইনাল খেলার সমীকরণ জটিল হয়ে পড়েছে। কোন দুটি দল সেমিফাইনাল খেলবে গ্রুপ থেকে তা নিশ্চিত নয়। লড়াইয়ে রয়েছে গ্রুপের সবগুলো দল। ৩ ম্যাচে ৩ পয়েন্ট করে পেয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার। রান রেটের হিসাবে ৪.৪৫০ স্ট্রাইক রেটে সবার উপরে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। দুইয়ে থাকা জশ বাটলারের ইংল্যান্ডের রান রেট ০.২৩৯। তিনে থাকা আয়ারল্যান্ডের রান রেট-১.১৬৯ এবং চারে থাকা অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ার রান রেট-১.৫৫৩। ২ পয়েন্ট করে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। গ্রুপে এখন পর্যন্ত অপরাজিত দল নিউজিল্যান্ড। আজ কেন উইলিয়ামসনের দল নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। এশিয়ান চ্যাম্পিয়নদের এটা তৃতীয় ম্যাচ। দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচে যে জিতবে, তারাই উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। এগিয়ে যাবে সেমিফাইনালের পথে। সুপার টুয়েলভে ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারায় ৫ উইকেটে। বৃষ্টি¯œাত পরের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ডিএল মেথডে হেরে যায় ৫ রানে। গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। ২০ ওভারের বিশ্বকাপের গত আসরের চ্যাম্পিয়ন প্রথম ম্যাচে ৮৯ রানে হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। ৭ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে। আয়ারল্যান্ড প্রথম ম্যাচে ৯ উইকেটে এশিয়ান চ্যাম্পিয়নদের কাছে হারলেও ডিএল মেথডে পরের ম্যাচে ৫ রানে হারায় প্রতিবেশী ইংলিশদের। গতকাল খেলাই হয়নি আফগাানিস্তানের বিপক্ষে। আফগানরা প্রথম ম্যাচে হার মানে এশিয়ান চ্যাম্পিয়নদের কাছে। মোহাম্মদ নবি, রশিদ খানরা পরের দুই ম্যাচে পয়েন্ট ভাগ করে নেন নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সঙ্গে।
শিরোনাম
- জবি ছাত্রদল-ছাত্র অধিকারের সমন্বিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল ঘোষণা
- ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীসহ গ্রেপ্তার ২৭
- ডিবির অভিযানে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার
- ঝিনাইদহে প্রবাসী হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
- এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র
- ‘সৎ সাহস থাকলে হাসিনা বিচারের মুখোমুখি হতেন’
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে ফের পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ
- স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- বিপিএল থেকে নাম প্রত্যাহার তামিমের
- মাদারীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল জোরদার
- ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
- নারায়ণগঞ্জ শহরে জামায়াতের অবস্থান কর্মসূচি
- সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১৫
- ট্রাইব্যুনালে ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া চলছে
- রাজধানীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন
- হাসিনার মামলার রায় দিতে ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে
- মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী
- মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন
- লুটের টাকায় ককটেল কিনে আওয়ামী লীগের নাশকতা : রিজভী
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড কঠিন সমীকরণে
বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর