সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নিষেধাজ্ঞা বাতিল চেয়ে আদালতে জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ‘কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা’ বাতিল বা প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়েছে। গতকাল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কাজী মুশফিক মাহবুব রবিনের আদালতে এ আবেদন করেন জি এম কাদেরের আইনজীবী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম ও কলিমুল্লাহ মজুমদার। আদালত শুনানি শেষে পরে আদেশ দেবে বলে জানিয়েছেন।  এ বিষয়ে জি এম কাদেরের আইনজীবী কলিমুল্লাহ মজুমদার বলেন, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার করা মামলায় আদালত জাপার চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় কার্যক্রমে যে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিল, তা প্রত্যাহার বা বাতিলের জন্য আমরা আবেদন করেছি। বিচারক ছুটিতে থাকায় দ্বিতীয় যুগ্ম জেলা জজ আদালতে আমরা শুনানি করেছি। আদালত শুনানি শেষে পরে আদেশ দেবে বলে জানিয়েছেন। এর আগে, গত ৪ অক্টোবর জাপার বহিষ্কৃত নেতা জিয়াউল হক মৃধা জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে অবৈধ ঘোষণার ডিক্রি চেয়ে আদালতে মামলা করেন। আদালত আসামির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি করেন। তবে জি এম কাদের আদালতে হাজির না হওয়ায় গত ৩০ অক্টোবর পার্টির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম চালানোর ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেয় বলে জানান আইনজীবী কলিমুল্লাহ মজুমদার।

সর্বশেষ খবর