বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সাজেকে সন্ত্রাসীদের গুলিতে জেএসএস কর্মী নিহত

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির সাজেকে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ওরফে জেএসএসের এক কর্মী নিহত হয়েছেন। তার নাম সুখেন চাকমা (২০)। এ ঘটনায় আহত হন সজীব চাকমা (২১) নামে আরও একজন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দাঁড়িপাড়া মিটপয়েন্টে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল বাড়িয়েছে যৌথবাহিনী।

স্থানীয় সূত্র জানান, জেএসএসের দুই কর্মী সজীব চাকমা ও সুখেন চাকমা  মোটরসাইকেলযোগে সাজেক যাচ্ছিলেন। দাঁড়িপাড়া মিটপয়েন্টে পৌঁছালে ওত পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ওই দুজন মারাত্মক আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় সুখেনের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে যৌথবাহিনী। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ লাশ উদ্ধারে কাজ করছে। ঘটনা কারা ঘটিয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বাঘাইছড়ি থানা কমিটির সদস্যসচিব নয়ন জ্যোতি চাকমা গতকাল এক বিবৃতিতে এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ ওই সংগঠনের নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর