শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সাম্প্রদায়িক শক্তিকে দাঁড়াতে দেব না

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রদায়িক শক্তিকে দাঁড়াতে দেব না

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দেশে কোনো সাম্প্রদায়িক শক্তিকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। গতকাল সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উপলক্ষে সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত বাণী অর্চনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকিরসহ আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি বলেন, ‘আসুন ধর্মের স্পিরিট ধারণ করে আমরা সৎ থাকব। দুর্নীতির কাছে যাব না, অর্থ পাচার করব না। আমরা সব ধর্মের মানুষ মিলে এ দেশকে গড়ে তুলব। কোনো সাম্প্রদায়িক শক্তিকে মাথা উঁচু করে দাঁড়াতে দেব না।’ এ সময় ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার প্রেক্ষাপটে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা ব্যয় সংকোচন নীতি অনুসরণ করব। মিতব্যয়ী হব।’ প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের সংবিধানের মূল একটি নীতি হলো ধর্মনিরপেক্ষতা, যেটা সংশোধনের ক্ষমতা জাতীয় সংসদেরও নেই। আর এ ধর্মনিরপেক্ষতা বলতে আমি বুঝি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলার, এই মাটি সবার। সবাই একসঙ্গে বসবাস করবে, এটা ধর্মনিরপেক্ষতার স্পিরিট। এখানে হীনমন্যতার কিছু নেই। এটাকে যারা উসকাতে চায়, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না।’ তিনি বলেন, ‘বাংলাদেশের আইন, বাংলাদেশের সংস্কৃতি কেমন হবে সেটা আমাদের সংবিধানে উল্লেখ আছে।

কার স্ট্যাটাস কেমন হবে সেটাও উল্লেখ আছে। আমরা কেউ সংখ্যাগরিষ্ঠ না, আবার কেউ সংখ্যালঘুও না। সবাই এ দেশের নাগরিক। সবার পরিচয় আমরা বাঙালি। কেউ নিজেকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হিসেবে ভাববেন না। এটা কখনো ভাবার কোনো অবকাশ নেই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর