মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিএনপির নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই : কাদের

নিজস্ব প্রতিবেদক

কোনো দল নির্বাচনে না এলে নির্বাচন থেমে থাকবে না- এ কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ছাড়া বিএনপির কোনো বিকল্প নেই। গতকাল বিকালে রাজধানীতে অমর একুশে বইমেলায় বাংলাদেশ ছাত্রলীগের স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওবায়দুল কাদের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা (বিএনপি) নির্বাচনে আসুক, কারণ নির্বাচন ছাড়া এখন আর কোনো বিকল্প নেই। সময় ও নদীর স্রোত কারও জন্য অপেক্ষা করে না। তারা না এলে কিছুই থেমে থাকবে না। খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না? এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার কারাদণ্ড আছে। তাই তিনি নির্বাচন করার জন্য যোগ্য নন। তবে তিনি বিএনপির নেতা হিসেবে যদি রাজনীতি করতে চান, সেক্ষেত্রে যে শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে, সেটি মেনে রাজনীতি করতে হবে। নো ওয়ে। বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ নিয়ে সংঘাত হলে এর দায় কে নেবে? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদের পদযাত্রাই হচ্ছে উসকানি। আমরা সংঘাত চাই না, প্রতিযোগিতা চাই। রাজনীতি এবং নির্বাচনেও প্রতিযোগিতা চাই। অতীতে আন্দোলনের নামে তারা কত মানুষ পুড়িয়ে মেরেছে। বাস, রেল, বিদু্যুৎ স্টেশন, ভূমি অফিস পুড়িয়েছে। আমরা ক্ষমতায় আছি, আমরা তো শান্তি চাইবই। আমরা গায়ে পড়ে কেন বিশৃঙ্খলা ডেকে আনব। দেশে বিশৃঙ্খলা হলে এটা তো আমাদেরই ক্ষতি। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর