বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পানির হিসসা থেকে বঞ্চিত করা যায় না

নয়াদিল্লি প্রতিনিধি

পানির হিসসা থেকে বঞ্চিত করা যায় না

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গতকাল তিস্তা পানি চুক্তি সম্পন্ন করার জোর দাবি জানিয়ে বলেন, ‘অভ্যন্তরীণ কারণ দেখিয়ে কোনো দেশকে নদীর পানির ন্যায্য অংশীদারি থেকে বঞ্চিত করা যায় না।’ ড. মোমেন মঙ্গলবার দিল্লি আসেন জি২০ রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে যোগ দিতে। ওই দিন বিকালে থিংকট্যাংক বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত সভায় বক্তৃতা করেন তিনি। বিষয় ছিল ‘সমৃদ্ধির অংশাদারিত্বের জন্য শান্তির সংস্কৃতির প্রসার-দক্ষিণ এশিয়ার জন্য একটি দৃষ্টিভঙ্গী’। এ বক্তৃতার শেষাংশে তিনি দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধি বিস্তারের জন্য পাঁচটি সূত্র দেন। তার মধ্যে একটি- ‘নদীর পানির ন্যায্য ভাগিদার’। তিস্তা নদীর নামোল্লেখ না করেই তিনি বলেন, কোনোভাবেই একটি দেশকে পানির ন্যায্য অংশীদারি থেকে বঞ্চিত করা যায় না।

পররাষ্ট্রমন্ত্রী বুধবার সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনের সংস্কৃতি কেন্দ্রে পররাষ্ট্রমন্ত্রীদের নৈশভোজে যোগ দেন। আজ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেবেন। জি২০ রাষ্ট্র ব্যতীত ৯টি দেশকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ করা হয়েছে। তার মধ্যে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র বাংলাদেশ রয়েছে।

সর্বশেষ খবর