মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

টার্গেট এবার হোয়াইটওয়াশ

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট দলের অনুশীলন ছিল না গতকাল। ছিল না ঐচ্ছিক অনুশীলনও। পুরোপুরি বিশ্রামে কাটিয়েছেন সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদরা। মাঠে যাননি কোনো ক্রিকেটার। তার পরও মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের পরিবেশ ছিল উৎসবমুখর। ক্রিকেটপ্রেমীরা স্থানে স্থানে জটলা পাকিয়ে আলোচনা করছিলেন আজকের ম্যাচের ফল কী হতে পারে। ক্রিকেটারদের চেয়েও ক্রিকেটপ্রেমীরা আত্মবিশ্বাসী সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ নিয়ে। সবার বিশ্বাস সাকিব, তাসকিন, নাজমুল শান্তরা আজ জয় নিয়েই মাঠ ছাড়বেন। গোটা দেশকে জয়োৎসবে মাতিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করবেন টাইগাররা। এর আগে ঘরের মাটিতে টি-২০ সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ডকে হারিয়ে। ৪১ সিরিজের ১১টি জিতেছে বাংলাদেশ। ঘরের মাটিতে এর আগে বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে। হারিয়েছে নিউজিল্যান্ডকে। এবার হাতছানি দিচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার। চট্টগ্রামে ৬ উইকেটে জয়ের ম্যাচের নায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। মিরপুরে জশ বাটলার বাহিনীর ১১৭ রান টপকাতে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে সাকিব বাহিনীকে। সিরিজ জয়ে ম্যাচের নায়ক ছিলেন অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ২০ রানের পাশাপাশি ৪ ওভারের স্পেলে ১২ রানের খরচে নিয়েছিলেন ৪ উইকেট। ম্যাচে ৪৬ রানে অপরাজিত ছিলেন নাজমুল শান্ত। আজ সিরিজের শেষ ম্যাচ। বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার।

এজন্য আজ বিকাল ৩টায় আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে হবে সাকিবদের। আজকের ম্যাচে একাদশে পরিবর্তনের সুযোগ কম। তবে বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সে ক্ষেত্রে ডান হাতি পেসার তাসকিন আহমেদকে সাজঘরে বসে থাকতে দেখা যেতেও পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর