শিরোনাম
মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

গ্রহণযোগ্য ভোট না হলে দেশ সংকটে পড়বে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্রহণযোগ্য ভোট না হলে দেশ সংকটে পড়বে

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশ গভীর সংকট ও বিপদের মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রবিবার নগরীর মেহেদীবাগ বাস ভবনে পেশাজীবী, সাধারণ মানুষ এবং দলীয় লোকজনের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

খসরু বলেন, সব বিশ্ববাসী বাংলাদেশের নির্বাচন নিয়ে শঙ্কার মধ্যে রয়েছে। বিশ্ববাসী দেশের প্রতিটি মুহূর্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশের মানুষ বন্দি অবস্থায় বসবাস করছে। এখানে জনগণের ভোটের অধিকার নেই। আইনের শাসন নেই। নিরাপত্তা নেই। এমন অবস্থায় দেশে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। তা না হলে দেশ সংকট ও বিপদে পড়বে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্করসহ মহানগর, উত্তর, দক্ষিণ জেলা, পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রাম বিভাগীয় নেতারা ও পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর