বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ০০:০০ টা

পোশাক রপ্তানি বেড়েছে ৯.০৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

চলতি অর্থবছরের প্রথম দশ মাসে অর্থাৎ জুলাই-২০২২ থেকে এপ্রিল-২০২৩ বাংলাদেশের পোশাক রপ্তানি ৯ দশমিক ০৯ শতাংশ বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরের প্রথম দশ মাসে রপ্তানির পরিমাণ বেড়ে ৩৮৫৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, চলতি অর্থবছরে পোশাক রপ্তানির সামগ্রিক বৃদ্ধি হয়েছে ৯ দশমিক ০৯ শতাংশ। গত ২০২১-২২ অর্থবছরের প্রথম ৯ মাস রপ্তানি হয়েছিল ৩১৪৩ কোটি ডলার। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৯ মাসে এ পরিমাণ বেড়ে ৩৫২৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। শুধু এপ্রিল মাসে ওভেন পোশাক রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৪৮ শতাংশ। রপ্তানি হয়েছে ১৪৯ কোটি ডলারের পোশাক। নিট পোশাক রপ্তানি হয়েছে ১৮৩ কোটি ডলার, প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৭৮ শতাংশ। এপ্রিল মাসে মোট পোশাক রপ্তানি হয়েছে ৩৩২ কোটি ডলারের, প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৪৮ শতাংশ। এপ্রিল মাসে লক্ষ্যমাত্রা ছিল ৪০৭ কোটি ডলার। লক্ষ্যমাত্রার তুলনায় ১৮ দশমিক ৪০ শতাংশ পিছিয়ে রয়েছে। চলতি অর্থবছর (২০২২-২৩) পোশাক রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৮০ কোটি ডলার বা ৯ দশমিক ৮৩ শতাংশ। আর এখন পর্যন্ত ১০ মাসে পোশাক রপ্তানি অর্জন হয়েছে ৩ হাজার ৮৫৮ কোটি ডলার। চলতি মে ও জুন মাসে (প্রতি মাসে) কমপক্ষে ৪৩০ কোটি ডলার করে রপ্তানি হলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

 

 

সর্বশেষ খবর