সোমবার, ৮ মে, ২০২৩ ০০:০০ টা

জবাবদিহিতায় সংসদীয় কমিটি গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক

জবাবদিহিতায় সংসদীয় কমিটি গুরুত্বপূর্ণ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। ফলে সংসদ সদস্যরা সংসদীয় স্থায়ী কমিটিগুলোয় সভাপতির দায়িত্ব পালন করছেন এবং মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী, কমিটিগুলোর সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। প্রধানমন্ত্রীর এমন পদক্ষেপ মন্ত্রণালয় ও  সংসদীয় কমিটির কাজের সমন্বয় সাধনে এক অনন্য মাইলফলক। এতে সরকারের জবাবদিহিতা নিশ্চিতকরণে সংসদীয় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে। গতকাল গাজীপুরে একটি রিসোর্টে জাতীয় সংসদ সচিবালয় এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদোগে আয়োজিত দুই দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান ও রাষ্ট্রদূত চার্লস হুইটালি। কর্মশালায় সভাপতিত্ব করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালাম।

সর্বশেষ খবর