রবিবার, ১৪ মে, ২০২৩ ০০:০০ টা

জাতিসংঘ আন্ডার সেক্রেটারির সঙ্গে ইউনূসের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল ও ইউএন-হাবিট্যাট (জাতিসংঘ হিউম্যান সেটলমেন্ট প্রোগ্রাম)-এর নির্বাহী পরিচালক মিস মাইমুনাহ মোহামেদ শরিফের সঙ্গে বৈঠক করেছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। কেনিয়ার রাজধানী নাইরোবিতে ‘শূন্য অবচয় (জিরো ওয়েস্ট) কর্মসূচি’ নিয়ে গত ১০ মে গুরুত্বপূর্ণ এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। উল্লেখ করা হয়, জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেলের সঙ্গে বৈঠকে প্রফেসর ইউনূস কেনিয়ায় সোশ্যাল বিজনেস জিরো ওয়েস্ট ফান্ড গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, এই তহবিল দিয়ে জিরো ওয়েস্ট কর্মসূচির লক্ষ্য অর্জনে গ্রাম, শহর, স্থানীয় ও জাতীয় পর্যায়ে টেকসই ও আত্মনির্ভর বিভিন্ন ব্যবসা উদ্যোগ গড়ে তোলা হবে। এর মাধ্যমে বিশেষ করে তরুণ নারী ও পুরুষদের স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জিরো ওয়েস্ট কোম্পানি সৃষ্টি এবং নিজেদের মধ্যে সহযোগিতা গড়ে তুলতে উৎসাহিত করা হবে। প্রফেসর ইউনূস বলেন, কেনিয়ায় ‘সোশ্যাল বিজনেস জিরো ওয়েস্ট ফান্ড’ সফল হলে পৃথিবীর অন্যান্য দেশেও অনুরূপ ফান্ড গড়ে তোলা যাবে। একটি দেশেই এ ধরনের একাধিক কর্মসূচি থাকতে পারে যারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে। সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে জিরো ওয়েস্ট কর্মসূচির লক্ষ্য অর্জনে জাতিসংঘের পূর্ণ প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংস্থাটির আন্ডার সেক্রেটারি জেনারেল।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সম্প্রতি নোবেল লরিয়েট প্রফেসর ইউনূসকে সংস্থাটির ‘অ্যাডভাইজরি বোর্ড অব অ্যামিনেন্ট পারসন্স অন জিরো ওয়েস্ট’-এর সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

সর্বশেষ খবর