আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের বন্ধু রাষ্ট্রগুলো বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো চরম কোনো সিদ্ধান্ত নেওয়ার পক্ষে নয়। মার্কিন যুক্তরাষ্ট্র তাই চাইলেও বাংলাদেশের বিরুদ্ধে ‘একতরফা নিষেধাজ্ঞা’ দিতে পারবে না। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াতের সহিংসতা, এ নির্বাচনে জাতীয় পার্টির একক অংশগ্রহণ এবং স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে দলের নিরপেক্ষ অবস্থান সম্পর্কে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের অনেক বন্ধু রাষ্ট্র আছে। তারা আমাদের খোঁজখবর রাখছে। যুক্তরাষ্ট্রের ইউরোপ এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার বন্ধু দেশগুলো এখন বাংলাদেশের বিষয়ে চরম কোনো সিদ্ধান্ত নেওয়ার পক্ষে নয়। তারা জানে বাংলাদেশে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনা কীভাবে নির্বাচন করছেন। দেশে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য নির্বাচন করছেন। তিনি আরও বলেন, এ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েন আছে। বাংলাদেশ বিষয়ে চরম কোনো সিদ্ধান্ত নেওয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মতপার্থক্য আছে। এর পরও যারা বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে আমরা কোনো পণ্য কিনব না। নির্বাচন বানচাল করতে বিএনপি মরিয়া হয়ে উঠেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সিরাজগঞ্জে মুরগির বাচ্চাবাহী ট্রাকে আগুন লাগানো হয়েছে। এখন পর্যন্ত ৬০০ গাড়িতে তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বিএনপি-জামায়াত যখন মুরগির বাচ্চাকে টার্গেট করতে পারে, তখন নির্বাচন বানচালের জন্য তারা আরও ভয়াবহ রূপও নিতে পারে। এজন্য নির্বাচনমুখী দলগুলোকে নির্বাচনবিরোধীদের মোকাবিলায় ঐক্যবদ্ধ কর্মসূচি জোরদার করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টি আসন্ন নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বুধবার আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিয়ে ঢাকঢোল পেটানোর কিছু নেই। তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। সিট ভাগাভাগি নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। তিনি আরও বলেন, আগে নির্বাচন হোক, কে কত সিট পায় দেখা যাক। তারপর বোঝা যাবে কে বিরোধী দল হবে। শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দলও থাকা দরকার। ১৪-দলীয় জোটের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিকদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে আমাদের। আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী দাঁড়ানোয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়ছেন কি না- এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন অর্থবহ ও উপভোগ্য করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থীর কৌশল আমরাই নিয়েছি। এখানে কোনো মারামারি কিংবা সংঘাতের বিষয় নেই। স্বতন্ত্র প্রার্থী হলেও তার জেতার অধিকার আছে। আমরা দল হিসেবে আমাদের মনোনীত প্রার্থীকে সমর্থন করি।
তবে স্বতন্ত্র প্রার্থীরা যদি জনগণের ভোটে এগিয়ে যায়, সেখানে আমাদের কিছু করার নেই।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        