ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, মব জাস্টিস ও কিলিং মিশন অন্তর্বর্তী সরকার সমর্থন করে না। এসব ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, এ ধরনের হত্যাকান্ড ঘটিয়ে একপক্ষ সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে চাইছে। গতকাল বিকালে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যার্তদের ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, সেনাবাহিনীর মেজর নাফিস, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানসহ জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
রাজনৈতিক-সামাজিক পক্ষ মিলেই সংস্কার : রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম নিয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘সব রাজনৈতিক ও সামাজিক পক্ষ মিলেই আমরা রূপরেখা অনুযায়ী সংস্কার কার্যক্রম শুরু করব। শিক্ষা ও গণমাধ্যমসহ আরও কিছু সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ৬টি সংস্কার কমিটি হয়েছে। বৈঠকও হয়েছে। অক্টোবর মাস থেকেই সংস্কার কমিটির কার্যক্রম শুরু হবে। কমিশনগুলো অভিজ্ঞ ও অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে রূপরেখা তৈরি করবেন।’ তিনি গতকাল দুপুরে লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা পরিবেশ ধীরে ধীরে ফিরে আসছে এবং সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। সারা দেশে যে মামলাগুলো রয়েছে, এর মধ্যে অনেকই গ্রহণযোগ্য নয়। সে ক্ষেত্রে আমাদের আহ্বান রয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যেন মামলাগুলো করা হয়। সেই মামলার ভিত্তিতেই যেন পুলিশসহ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেন ও জড়িতদের গ্রেপ্তার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, সেনাবাহিনীর লে. কর্নেল মোহাম্মদ মাজিদুল হক রেজা, মেজর জিয়াউদ্দিন আহমদ, পুলিশ সুপার মো. আকতার হোসেন প্রমুখ।