নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসেও গুণগত কোনো পরিবর্তন দেখতে পাইনি। আবার নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন জিনিসের দামও বেড়েই চলেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলন আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে মান্না বলেন, ৫০ বছর ধরে যে বৈষম্য বাংলাদেশের মাটিতে টিকে আছে, সে বৈষম্য এক দিনে দূর করা যাবে না। কিন্তু আমরা তো আপনাকে (ড. ইউনূস) জিজ্ঞেস করতেই পারি, কোন যুক্তিতে আপনি টিসিবির ট্রাকের পণ্য বন্ধ করে দিয়েছেন। ১ কোটি পরিবারকে আপনি যদি কার্ড দিয়ে থাকেন, তাহলে ৪৪ লাখ কার্ড কোন যুক্তিতে আপনি বন্ধ করে দিয়েছেন?