বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আজ থেকে পাঠদান বন্ধসহ কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। গতকাল এ বিষয়ে তারা সব শিক্ষকের কাছে চিঠিও দিয়েছেন।
আন্দোলনরত ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের চেয়ারম্যানসহ সব শিক্ষককে খোলা চিঠি দিয়েছি। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। তবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, পরিবহন সেবা, লাইব্রেরি ও মেডিকেলসহ অন্যান্য জরুরি সেবা আওতামুক্ত থাকবে। লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, চলমান এক দফা দাবির আন্দোলনে আমাদের সঙ্গে এখন পর্যন্ত ১৮টি বিভাগের শিক্ষার্থীরা বিবৃতির মাধ্যমে সংহতি প্রকাশ করেছে, যেটা জোরালো জনমত হিসেবে কাজ করেছে। সবার সিদ্ধান্তের ভিত্তিতে শিক্ষকদের বিষয়টি অবহিত করেছি যেন শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে তারাও ক্লাস বর্জন করেন।