সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদে অবস্থানরত ইরানের রাষ্ট্রদূতকে বহিস্কার করেছে সৌদি আরব। সেই সাথে ইরানের রাষ্ট্রদূতকে দেশ ত্যাগের জন্য ৪৮ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রী আদেল জোবায়ের আল আরাবিয়া এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ইরানে অবস্থিত সৌদি দূতাবাসে হামলার পর সৌদি আরব এ সিদ্ধান্ত নিল। সৌদি আরব গত শুক্রবার সন্ত্রাস ও সরকার বিরোধী কর্মকান্ডের অভিযোগে শিয়া নেতা নিমর আল নিমর নামে এক শিয়া ধর্মীয় নেতা সহ মোট ৪৭ জনের শিরচ্ছেদ করে। এই রায়ের বিরুদ্ধে ইরান সরাসরি অবস্থান নেয়। ইরানের সাধারণ জনগণ সৌদি বিরোধী সমাবেশ করে সৌদি দূতাবাসে হামলা ও ভাঙচুর চালায়। যদিও সে সময় দূতাবাসে কোন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন না।
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নের ব্যাপারে আদেল জোবায়ের বলেন, ইরান দীর্ঘ দিন থেকে কূটনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত। অত্র অঞ্চলে আগ্নেয়াস্ত্র চোরাকারবারে ইরানের নাম বার বার উঠে আসছে। শুধু তাই নয় এ আরব্য অঞ্চলে ভীতিকর অবস্থা সৃষ্টি করে রাখার ক্ষেত্রে ইরানের ভূমিকা ব্যাপক।
এদিকে সৌদি আরব ইরাকে অবস্থিত সৌদি দূতাবাসের উপর সজাগ দৃষ্টি রাখছে। সৌদি আরব গত শুক্রবার দীর্ঘ ২৫ বছর বন্ধ থাকার পর ইরাকে তার দূতাবাস আবার নতুনভাবে খুলেছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র জানান সৌদি দূতাবাসে হামলার বিষয়টি তারা জাতি সংঘের নিরাপত্তা পরিষদে জানাবেন।
এদিকে ইরান ত্যাগের পর সৌদি রাষ্ট্রদূত বর্তমানে দুবাইতে অবস্থান করছেন।
বিডি-প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৬/শরীফ/এস আহমেদ