ইরানের সঙ্গে সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর সোমবার বাহরাইন, সুদান এবং সংযুক্ত আরব আমিরাতও দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদের কথা ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।
সন্ত্রাসী তৎপরতার সাথে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবে শনিবার ৪৭ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদের মধ্যে একজন ছিলেন শিয়া নেতা শেখ নিমর আল-নিমর।
সৌদি আরবে শেখ আল-নিমরের মৃত্যুদণ্ড লেবানন থেকে ইরান পর্যন্ত বিভিন্ন দেশে শিয়া জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে। সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তপ্ত বিবৃতি বিনিময়ের পর শনিবার তেহরানে সৌদি দূতাবাসে হামলা হয়। এরই জের ধরে ইরানের সঙ্গে একাধিক দেশের কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়েছে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরান পুরো অঞ্চলজুড়ে সন্ত্রাসী চক্রগুলোকে অস্ত্র দিচ্ছে।
এর জবাব হিসেবেই সৌদি সরকার ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করে তার সব কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়তে বলেছে।
বিডি-প্রতিদিন/০৪ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ