উত্তর আফগানিস্তানের বল্খ প্রদেশের গভর্নর আটা মহম্মদ নূর নিজেই অ্যাসল্ট রাইফেল হাতে আফগান নিরাপত্তাবাহিনীর জঙ্গি-বিরোধী অভিযানে সামিল হয়েছেন। মাজার-ই-শরিফে ভারতীয় কনস্যুলেটে হামলাকারী জঙ্গিদের খতম করতে রাইফেল ধরলেন স্বয়ং গভর্নর!
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উত্তর আফগানিস্তানের বল্খ প্রদেশের (এই প্রদেশেরই রাজধানী মাজার-ই-শরিফ) গভর্নর তথা প্রাক্তন মুজাহিদিন আটা মহম্মদ নূর অ্যাসল্ট রাইফেল হাতে আফগান নিরাপত্তাবাহিনীর জঙ্গি-বিরোধী অভিযানে সামিল হয়েছেন। ভারতীয় কনস্যুলেটে হামলাকারী জঙ্গিদের লক্ষ্য করে গুলিও চালাতে দেখা গেছে তাঁকে।
আফগানিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত অমর সিংহ গতকাল সকালে টুইট করেন, ''কনস্যুলেটের বাইরে গুলির আওয়াজ শোনা যাচ্ছে। তবে আমাদের কর্মীরা সকলে নিরাপদে রয়েছেন। গভর্নর স্বয়ং জঙ্গি-বিরোধী অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।''
এক সাংবাদিকের মন্তব্যও রি-টুইট করেন অমর। তাতে নূরের ছবির তলায় লেখা, ''প্রয়োজনের বন্ধু। এই আফগান গভর্নরকে মনে রাখুন। ভারতীয় কনস্যুলেটেকে রক্ষা করতে যিনি রাইফেল ধরেছেন।''
ভারতীয় কনস্যুলেটে হামলাকারী তৃতীয় জঙ্গিকে এদিন দুপুরে গুলি করে মারে আফগান বাহিনী। শেষ হয় জঙ্গিদমন অভিযান। যদিও একটি সূত্রের খবর, এক জঙ্গিকে ধরেছে নিরাপত্তারক্ষীরা। কিন্তু সরকারিভাবে সেই তথ্যের সমর্থন মেলেনি।
মাজার-ই-শরিফের লড়াইয়ের মধ্যেই গতকাল কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে পুলিশ চৌকির কাছে আত্মঘাতী হামলা হয়। কেরলে সাফ কাপ খেলে এদিন সকালেই দেশে ফেরে আফগান জাতীয় ফুটবল দল। ফুটবলারদের স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেছিল জনতা। বিস্ফোরক-জ্যাকেট পরা ফিদায়েঁকে পুলিশ আটকালে সে নিজেকে উড়িয়ে দেয় বলে জানিয়েছে সরকারি সূত্র।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ