ভারত যখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে, তখন কাশ্মীর নিয়ে ফের বিতর্ক উসকে দিলেন পাকিস্তান প্রেসিডেন্ট মামনুন হুসেন। তিনি বলেন, 'কাশ্মীর ছাড়া পাকিস্তান অসম্পূর্ণ। পাকিস্তান আগামী দিনেও কাশ্মীরিদের আন্দোলনকে সমর্থন করে যাবে।' সেইসঙ্গে ভারতের পাঠানকোট বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনার নিন্দাও জানিয়েছেন তিনি। মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তান শাসিত কাশ্মীরের একদল প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। খবর ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস'র
পাকিস্তান প্রেসিডেন্ট বলেন, 'কাশ্মীর ভারতীয় উপমহাদেশের একটি অমীমাংসিত অ্যাজেন্ডা। কাশ্মীরে মানবতাবিরোধী কাজ বন্ধ করা উচিত ভারতের। তিনি আরো বলেন, 'পাকিস্তান শব্দটির মধ্যে 'কে' অক্ষরটি কাশ্মীরকে বোঝাতেই ব্যবহার করা হয়েছে। তাই কাশ্মীর ছাড়া পাকিস্তান অসম্পূর্ণ। পাঠানকোটে জঙ্গি হামলার পর পাক প্রেসিডেন্টের এহেন মন্তব্য নতুন করে দু'দেশের সম্পর্কে চিড় ধরাতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
এদিকে, ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে পাকিস্তান প্রেসিডেন্ট বলেন, 'পাঠানকোটসহ সব রকম সন্ত্রাসবাদের নিন্দা জানায় তার দেশ।'
গত ২ ডিসেম্বর পাঠানকোট বিমান ঘাঁটিতে ৭ জন সন্ত্রাসী মিলিটারি ইউনিফর্ম পরে সেখানে হামলা চালায়। এতে হামলাকারীদের সঙ্গে গোলাগুলি ও বোমা বিস্ফোরিত হয়ে এক নিরাপত্তা কর্মকর্তাসহ ভারতের সাতজন নিরাপত্তা সদস্যের মৃত্যু হয়েছে। সাত জঙ্গির মৃত্যু হয়েছে। পাকিস্তান শাসিত কাশ্মীরভিত্তিক জঙ্গি গোষ্ঠী 'ইউনাই্টেড জিহাদ কাউন্সিল' এ হামলার দায় স্বীকার করেছে।
বিডি-প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৬/শরীফ